Money Heist: শেষ অবধি কি আত্মসমর্পণ করতে চলেছে প্রফেসর? প্রকাশ পেল দ্বিতীয় পর্বের ট্রেলার

TV9 Bangla Digital | Edited By: megha

Nov 03, 2021 | 9:36 PM

দীর্ঘ অপেক্ষার অবসান। নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজের শেষ সিজন ফিরছে দ্বিতীয় পর্ব নিয়ে। ৪৪ সেকেন্ডের টিজার থেকে ১ মিনিট ৪৮ সেকেন্ডের ট্রেলার- অপেক্ষার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।

Follow Us

নাইরোবির পর টোকিওর চলে যাওয়া। মেনে নিতে পারেনি দর্শকও। ইতিমধ্যেই অ্যালিসিয়া আটক করেছে প্রফেসরকে। তবুও দমে থাকেননি তিনি। এবার জনগণের সামনে আসতে চলেছেন প্রফেসর। এমনটাই দেখা যাচ্ছে পঞ্চম তথা শেষ সিজনের ভলিউম- ২ এর ট্রেলারে। প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ৩ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে জনপ্রিয় প্যানিশ ওয়েব সিরিজ মানি হাইস্ট-এর শেষ সিজনের দ্বিতীয় পর্ব।

দীর্ঘ অপেক্ষার অবসান। নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজের শেষ সিজন ফিরছে দ্বিতীয় পর্ব নিয়ে। গত ৩ সেপ্টেম্বর মানি হাইস্ট-এর শেষ সিজনের প্রথম পর্ব রিলিজ হয়েছিল। এতদিনে দেখেও ফেলেছেন অধিকাংশ দর্শক। শেষ পর্বে‌ টোকিওকেও বিদায় নিতে হয়েছে। অ্যালিসিয়া ইতিমধ্যেই খুঁজে বার করেছে প্রফেসরের ঠিকানা এবং বার বার আঘাত করেছে প্রফেসরের ওপর। তবে শেষ অবধি কন্যা সন্তানের জন্ম দিয়ে হয়তো মন গলে গেছে তাঁর। তবে জানা যায়নি প্রফেসর কীভাবে বের করে আনবে তাঁর সাথীদের।

শেষ সিজনের দ্বিতীয় পর্বের ট্রেলারের দেখা গেল তারই এক ঝলক। সঙ্গীদের উদ্ধার করতে নিজে গাড়ি চালিয়ে ব্যাঙ্ক অফ স্পেনে পৌঁছালেন প্রফেসর। শেষ অবধি আর্মি দলকে ভাঙতে সক্ষম হল। উদ্ধার করল বন্দীদের। আর কী হল রিও, ডেনভার, স্টকহোম এবং লিসবনের? তাঁরা এখন আর্মিদের জিম্মায়। তাহলে কি শেষ অবধি প্রফেসরের টিম আত্মসমর্পণ করল?


এর আগে গত অক্টোবরে মাসে প্রকাশ পেয়েছে পঞ্চম তথা শেষ সিজনের দ্বিতীয় পর্বের টিজার। টিজারে দেখা গিয়েছিল প্রফেসরের চরিত্রটি বলছেন, “শেষ কয়েক ঘণ্টায় আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকজন মানুষকে হারিয়েছি। এই হাইস্টের জন্য আমি আর কাউকে হারাতে পারব না।” ৪৪ সেকেন্ডের এই টিজার থেকে ১ মিনিট ৪৮ সেকেন্ডের ট্রেলার- অপেক্ষার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।

‘মানি হাইস্ট’ সিজন-৫ সম্পর্কে কথা বলতে গিয়ে স্রষ্টা অ্যালেক্স পিনা এক বিবৃতিতে বলেছিলেন, “আমরা যখন মহামারীর মাঝে সিজন ৫ লিখতে শুরু করি তখন আমরা অনুভব করেছি যে দশ পর্বের সিজন থেকে প্রত্যাশিতভাবে আমাদের পরিবর্তন করতে হয়েছিল এবং তার জন্য আমরা সব কিছু করেছি। প্রথম পর্বে আমরা আমরা এটাকে আরও সেনসেশন আরও আক্রমণাত্মক করে তুলেছি। দ্বিতীয় পর্বে আমরা চরিত্রগুলোর সংবেদনশীল পরিস্থিতির উপর আরও বেশি ফোকাস করি। এটি তাঁদের সংবেদনশীল মানচিত্রের এক যাত্রা যা আমাদের সরাসরি তাঁদের প্রস্থানের সঙ্গে কানেক্ট করে।”

আদতে এটি স্প্যানিশ ক্রাইম ড্রামা। সাম্প্রতিক অতীতে নেটফ্লিক্সে ইংরেজি ব্যতীত অন্য ভাষায় সবচেয়ে বেশি দেখা ওয়েব সিরিজের রেকর্ড রয়েছে ‘মানি হাইস্ট’-এর ঝুলিতেই। এর চতুর্থ সিজন সব রেকর্ড ভেঙে দিয়েছিল। ৬৫ মিলিয়ন ভিউ হয়েছিল সেই সিজনের। পঞ্চম সিজনের প্রথম পর্বে‌ সেই ভিউয়ারের সংখ্যা পৌঁছেছে ৬৯ মিলিয়নে। এবার দেখার বিষয় ভলিউম-২ কতটা চমক নিয়ে আসে দর্শকদের জন্য।

আরও পড়ুন: রোহিতের প্রযোজনায় পুলিশ নিয়ে ওয়েব সিরিজ, মুখ্য চরিত্রে কে?

নাইরোবির পর টোকিওর চলে যাওয়া। মেনে নিতে পারেনি দর্শকও। ইতিমধ্যেই অ্যালিসিয়া আটক করেছে প্রফেসরকে। তবুও দমে থাকেননি তিনি। এবার জনগণের সামনে আসতে চলেছেন প্রফেসর। এমনটাই দেখা যাচ্ছে পঞ্চম তথা শেষ সিজনের ভলিউম- ২ এর ট্রেলারে। প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ৩ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে জনপ্রিয় প্যানিশ ওয়েব সিরিজ মানি হাইস্ট-এর শেষ সিজনের দ্বিতীয় পর্ব।

দীর্ঘ অপেক্ষার অবসান। নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজের শেষ সিজন ফিরছে দ্বিতীয় পর্ব নিয়ে। গত ৩ সেপ্টেম্বর মানি হাইস্ট-এর শেষ সিজনের প্রথম পর্ব রিলিজ হয়েছিল। এতদিনে দেখেও ফেলেছেন অধিকাংশ দর্শক। শেষ পর্বে‌ টোকিওকেও বিদায় নিতে হয়েছে। অ্যালিসিয়া ইতিমধ্যেই খুঁজে বার করেছে প্রফেসরের ঠিকানা এবং বার বার আঘাত করেছে প্রফেসরের ওপর। তবে শেষ অবধি কন্যা সন্তানের জন্ম দিয়ে হয়তো মন গলে গেছে তাঁর। তবে জানা যায়নি প্রফেসর কীভাবে বের করে আনবে তাঁর সাথীদের।

শেষ সিজনের দ্বিতীয় পর্বের ট্রেলারের দেখা গেল তারই এক ঝলক। সঙ্গীদের উদ্ধার করতে নিজে গাড়ি চালিয়ে ব্যাঙ্ক অফ স্পেনে পৌঁছালেন প্রফেসর। শেষ অবধি আর্মি দলকে ভাঙতে সক্ষম হল। উদ্ধার করল বন্দীদের। আর কী হল রিও, ডেনভার, স্টকহোম এবং লিসবনের? তাঁরা এখন আর্মিদের জিম্মায়। তাহলে কি শেষ অবধি প্রফেসরের টিম আত্মসমর্পণ করল?


এর আগে গত অক্টোবরে মাসে প্রকাশ পেয়েছে পঞ্চম তথা শেষ সিজনের দ্বিতীয় পর্বের টিজার। টিজারে দেখা গিয়েছিল প্রফেসরের চরিত্রটি বলছেন, “শেষ কয়েক ঘণ্টায় আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকজন মানুষকে হারিয়েছি। এই হাইস্টের জন্য আমি আর কাউকে হারাতে পারব না।” ৪৪ সেকেন্ডের এই টিজার থেকে ১ মিনিট ৪৮ সেকেন্ডের ট্রেলার- অপেক্ষার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।

‘মানি হাইস্ট’ সিজন-৫ সম্পর্কে কথা বলতে গিয়ে স্রষ্টা অ্যালেক্স পিনা এক বিবৃতিতে বলেছিলেন, “আমরা যখন মহামারীর মাঝে সিজন ৫ লিখতে শুরু করি তখন আমরা অনুভব করেছি যে দশ পর্বের সিজন থেকে প্রত্যাশিতভাবে আমাদের পরিবর্তন করতে হয়েছিল এবং তার জন্য আমরা সব কিছু করেছি। প্রথম পর্বে আমরা আমরা এটাকে আরও সেনসেশন আরও আক্রমণাত্মক করে তুলেছি। দ্বিতীয় পর্বে আমরা চরিত্রগুলোর সংবেদনশীল পরিস্থিতির উপর আরও বেশি ফোকাস করি। এটি তাঁদের সংবেদনশীল মানচিত্রের এক যাত্রা যা আমাদের সরাসরি তাঁদের প্রস্থানের সঙ্গে কানেক্ট করে।”

আদতে এটি স্প্যানিশ ক্রাইম ড্রামা। সাম্প্রতিক অতীতে নেটফ্লিক্সে ইংরেজি ব্যতীত অন্য ভাষায় সবচেয়ে বেশি দেখা ওয়েব সিরিজের রেকর্ড রয়েছে ‘মানি হাইস্ট’-এর ঝুলিতেই। এর চতুর্থ সিজন সব রেকর্ড ভেঙে দিয়েছিল। ৬৫ মিলিয়ন ভিউ হয়েছিল সেই সিজনের। পঞ্চম সিজনের প্রথম পর্বে‌ সেই ভিউয়ারের সংখ্যা পৌঁছেছে ৬৯ মিলিয়নে। এবার দেখার বিষয় ভলিউম-২ কতটা চমক নিয়ে আসে দর্শকদের জন্য।

আরও পড়ুন: রোহিতের প্রযোজনায় পুলিশ নিয়ে ওয়েব সিরিজ, মুখ্য চরিত্রে কে?

Next Article