সপ্তদশ শতাব্দীতে ভারতীয় উপমহাদেশের প্রায় সমস্ত অঞ্চলে শাসন করেন আলমগীর আওরঙ্গজেব। একজন শক্তিশালী এবং একইসঙ্গে এক কথায় তিনি ছিলেন অস্থির এক শাসক।
তবে একজন সাহসী যোদ্ধা ছিলেন যিনি তাঁর অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস দেখিয়ে ছিলেন। বুন্দেলের রাজপুত্র ছত্রাসাল। ২৯শে জুলাই থেকে এমএক্স প্লেয়ার অগোচরে থাকা নায়কের গল্প নিয়ে আসতে চলেছে হিন্দি ওয়েব সিরিজ ‘ছত্রাসাল’
তবে ‘ছত্রাসাল’ টিজারে চরিত্রটি দেখা যায় না। পরিবর্তে, এটি আশুতোষ রাণা অভিনীত মুঘল সম্রাট আওরঙ্গাজেবের দিকেই রয়েছে স্পটলাইট। অন্যদিকে অভিনেতা জিতিন গুলাটি শোতে ‘ছত্রাসাল’-এর ভূমিকায় অভিনয় করছেন।
গুলাটি টেলিভিশন সিরিয়াল ‘পৃথ্বী বল্লভ’-এ অভিনয়ের জন্য পরিচিত। সিরিয়ালে তিনি রাজা তৌলাপের ভূমিকায় অভিনয় করেছিলেন। ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে অভিনয় করেছেন জিতিন। পাশাপাশি তাঁকে ওয়েব সিরিজ ‘ব্রোকেন বাট বিউটিফুল’, ‘থিঙ্কিস্তান’ এবং ‘ইনসাইড এজ’-এও দেখা গিয়েছে। টিজারটিতে অবশ্য রাণা প্রাধান্য পেয়েছে। তাঁর অপকর্ম এবং নৃশংসতার দিক দেখানো হয়েছে। তবে তাঁর অভিনয় দক্ষতার আন্দাজ টিজারে ভরপুর রয়েছে।
অনাদি চতুর্বেদী পরিচালিত ‘ছত্রাসাল’-এর ট্রেলার ২১ জুলাই প্রকাশিত হবে। সিরিজটি রিলিজ় হবে চলতি মাসের ২৯ তারিখ।
আরও পড়ুন দেখুন গ্যালারি: কতটা রোমান্টিক বলিউড জুটিরা? কীভাবে প্রোপোজ করেছিলেন একে অপরকে?
সপ্তদশ শতাব্দীতে ভারতীয় উপমহাদেশের প্রায় সমস্ত অঞ্চলে শাসন করেন আলমগীর আওরঙ্গজেব। একজন শক্তিশালী এবং একইসঙ্গে এক কথায় তিনি ছিলেন অস্থির এক শাসক।
তবে একজন সাহসী যোদ্ধা ছিলেন যিনি তাঁর অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস দেখিয়ে ছিলেন। বুন্দেলের রাজপুত্র ছত্রাসাল। ২৯শে জুলাই থেকে এমএক্স প্লেয়ার অগোচরে থাকা নায়কের গল্প নিয়ে আসতে চলেছে হিন্দি ওয়েব সিরিজ ‘ছত্রাসাল’
তবে ‘ছত্রাসাল’ টিজারে চরিত্রটি দেখা যায় না। পরিবর্তে, এটি আশুতোষ রাণা অভিনীত মুঘল সম্রাট আওরঙ্গাজেবের দিকেই রয়েছে স্পটলাইট। অন্যদিকে অভিনেতা জিতিন গুলাটি শোতে ‘ছত্রাসাল’-এর ভূমিকায় অভিনয় করছেন।
গুলাটি টেলিভিশন সিরিয়াল ‘পৃথ্বী বল্লভ’-এ অভিনয়ের জন্য পরিচিত। সিরিয়ালে তিনি রাজা তৌলাপের ভূমিকায় অভিনয় করেছিলেন। ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে অভিনয় করেছেন জিতিন। পাশাপাশি তাঁকে ওয়েব সিরিজ ‘ব্রোকেন বাট বিউটিফুল’, ‘থিঙ্কিস্তান’ এবং ‘ইনসাইড এজ’-এও দেখা গিয়েছে। টিজারটিতে অবশ্য রাণা প্রাধান্য পেয়েছে। তাঁর অপকর্ম এবং নৃশংসতার দিক দেখানো হয়েছে। তবে তাঁর অভিনয় দক্ষতার আন্দাজ টিজারে ভরপুর রয়েছে।
অনাদি চতুর্বেদী পরিচালিত ‘ছত্রাসাল’-এর ট্রেলার ২১ জুলাই প্রকাশিত হবে। সিরিজটি রিলিজ় হবে চলতি মাসের ২৯ তারিখ।
আরও পড়ুন দেখুন গ্যালারি: কতটা রোমান্টিক বলিউড জুটিরা? কীভাবে প্রোপোজ করেছিলেন একে অপরকে?