রিচা চড্ডা-আলি ফজ়ল। প্ল্যান ছিল হেলিকপ্টার থেকে প্রপোজ করবেন এবং অনেক লোক তাঁকে দেখবেন। তবে, পরিবর্তে, তিনি মালদ্বীপের সমুদ্রের মাঝখানে একটি দ্বীপে রিচার জন্য একটি দারুণ সারপ্রাইজ ডিনার তৈরি রেখেছিলেন। আলি ফজ়ল প্রেমজ্ঞাপনের বিষয়টিকে সরল কিন্তু রোমান্টিক রেখেছেন।
শাহরুখ খান-গৌরি। কৈশোরের সময়ে দু’জনের মধ্যে ভীষণ ঝগড়া হয়। এবং গৌরি ঠিক করেন সে মুম্বই চলে আসবে। এরপরে শাহরুখ খান তাঁকে ফলো করলেন এবং একদিন তিনি সমুদ্রে সৈকতে গৌরিকে প্রপোজ় করেন। এটি ভীষণ রোম্যান্টিক ছিল।
প্রিয়াঙ্কা-নিক। প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার আগে তিনবার ডেটে যান। এমনকি পপস্টার তার জীবনের ভালবাসার জন্য আংটি বেছে নিতে লন্ডনের টিফনি এবং কো আউটলেটটি বন্ধ করে দিয়েছিলেন। নিক মধ্যরাতে ক্রেটে যাওয়ার পথে প্রিয়াঙ্কাকে প্রস্তাব দিয়েছিলেন এবং নিশ্চিত করেছিলেন যে তার জন্মদিনের সঙ্গে বাগদানের তারিখের সংঘাত যেন না ঘটে।
অভিষেক-ঐশ্বর্য্য। ‘গুরু’ ছবির শুটিংয়ের সময় ঘনিষ্টতা বাড়ে অভিষেক-ঐশ্বর্য্য। জুনিয়র বচ্চন সিনেমার প্রিমিয়ার চলাকালীন জীবনেরর সবচেয়ে বড় প্রশ্নটি করে ফেলেছিলেন এবং ঐশ্বর্যকে এক বারান্দায় নিয়ে গিয়ে বিয়ের প্রস্তাব দেন। সেটা এমন এক বারান্দা ছিল যার কথা অভিষেক ভাবতেন যেখানে তাঁরা দু’জনে দাঁড়িয়ে থাকবেন।
সইফ-করিনা। দু’বার প্রোপোজ করার পরেও করিনা হ্যাঁ বলেননি। সইফ কিন্তু হাল ছাড়েননি। তিনি আবার তাকে প্যারিসে প্রস্তাব দেন, সেই জায়গাতে যেখানে বাবা মনসুর আলি খান পতৌদি, শর্মিলা ঠাকুরকে প্রস্তাব দিয়েছিলেন। করিনা সেদিন আর ফেরাননি সইফকে।
টুইঙ্কল খান্না-অক্ষয় কুমার। টুইঙ্কল তাঁর কেরিয়ারে মন দিতে চেয়েছিলেন। তা-ই অক্ষয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। ‘কফি উইদ করণ’-এ অক্ষয় বলেন যে, টুইঙ্কল ‘মেলা’ ফিল্মের সাফল্য সম্পর্কে নিশ্চিত ছিল। ও বলেছিল যে সিনেমাটি বক্স অফিসে হিট হবে, তবে ব্যর্থ হলে তিনি অক্ষয়কে বিয়ে করবেন। ফিল্ম ফ্লপ হয়, আর বাকিটা ইতিহাস!
সোহা-কুনাল। পতৌদির পরিবারের প্যারিসের সঙ্গে এক কানেকশন রয়েছে। মনসুর আলি খান, সইফের পরে কুনাল খেমুও ঠিক করেন প্যারিসে প্রপোজ করবেন সোহাকে। যদিও প্যারিস তাঁদের ভ্রমণপথে ছিল না, তবুও কুনাল সমস্ত কিছু পরিকল্পনা করেছিলেন। সোহা হ্যাঁ বলেছিল, এবং এরপরেই এই দম্পতি বিয়ে করে ফেলেছিলেন।