Nāga-Samantha: শোভিতাকে ‘ঘরভাঙানি’ অপবাদ! সত্যিটা জানালেন নাগা
Nāga-Samantha: প্রায় দুই বছর হয়ে গিয়েছে সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদ হয়েছে নাগা চৈতন্যের। কিন্তু তাঁদের নিয়ে দর্শক মহলে কৌতূহলের অন্ত নেই।

প্রায় দুই বছর হয়ে গিয়েছে সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদ হয়েছে নাগা চৈতন্যের। কিন্তু তাঁদের নিয়ে দর্শক মহলে কৌতূহলের অন্ত নেই। এ সবের মধ্যেই যাকে নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে তিনি শোভিতা ধুলিপালা, দক্ষিণে যার নামও খুব একটা কম নয়। রটেছে সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর নাকি শোভিতাতেই মজে রয়েছেন নাগা। নাগা বা শোভিতা কেউই এই নিয়ে এখনও পর্যন্ত সরাসরি কোনও মন্তব্য না করলেও সম্প্রতি শোভিতা প্রসঙ্গে পরোক্ষে মন্তব্য করেছেন নাগা। জানিয়েছেন, যা হচ্ছে তা ঠিক নয়। যেভাবে তৃতীয় ব্যক্তিকে টেনে আনা হচ্ছে তা তিনি মোটেও সমর্থন করেন না। এও জানিয়েছেন তাঁর অতীতের সঙ্গে কোনওভাবেই শোভিতা জড়িত নন। সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই ‘ঘরভাঙানি’ হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছিল শোভিতাকে। নাগা ও সামান্থা ভক্তরা কদর্য ভাষায় আক্রমণ করছিলেন তাঁকে, আজও করেই চলেছেন। আর তাতে যে খুব একটা খুশি নন ‘চে’, তাই তিনি স্পষ্ট করলেন এবার।
এরই পাশাপাশি সামান্থাকে নিয়েও মুখ খুলেছেন নাগা। তাঁর কথায়, “দুই বছর হয়ে গিয়েছে আমরা আলাদা থাকি। আইনি বিচ্ছেদেরও এক বছর পার হয়ে গিয়েছে। আদালত আমাদের ডিভোর্স দিয়ে দিয়েছে। আমরা দুজনেই জীবনে এগিয়ে গিয়েছে। তবে আমাদের দু’জন দু’জনের জন্য শ্রদ্ধা বর্তমান।” এখানেই না থেমে তিনি আরও যোগ করেন, “সামান্থা খুবই ভাল মনের মেয়ে। জীবনের সমস্ত খুশি ওর হওয়া উচিৎ। যখনই মিডিয়া নিজেরা নিজেই আমাদের ব্যাপারে ভেবে নেয় তখনই সমস্যা হয়ে দাঁড়ায়। জনগণের চোখে পারস্পরিক শ্রদ্ধাবোধটা চকে যায়। আর সেখানেই আমার সবচেয়ে খারাপ লাগে।”
২০২১ সালে বিচ্ছেদ হয়ে যায় নাগা ও সামান্থার। বিচ্ছেদের পর চরম কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল সামান্থাকে। রটেছিল নাগার কাছ থেকে নাকি কোটি কোটি টাকার খোরপোশ দাবি করেছেন তিনি। পরে যদিও সাক্ষাৎকারে এসে সামান্থা জানান, এ সবই মিথ্যে। এই মুহূর্তে দুজনেই দুজনের জীবন নিয়ে ব্যস্ত। ভালবেসে বিয়ে করেছেন দুজনে। দীর্ঘ প্রেমের পর এক হলেও সেই বিয়ে টিকল না। ভক্তদের মনের মেঘ এখনও কাটেনি। প্রিয় জুটিকে আলাদা হতে দেখলে কারই বা ভাল লাগে?





