Bollywood Gossip: ‘আমি পাগল হয়ে যেতাম’, রণবীরের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে নার্গিস

Bollywood Gossip: রণবীর কাপুর নাকি ক্যাসানোভা! তাঁর প্রেমিকার সংখ্যা নাকি অগুণতি। কখনও ক্যাটরিনা কাইফ আবার কখনও বা দীপিকা পাড়ুকোন-- সংখ্যা গুনে শেষ করা যাবে না। ইমতিয়াজ আলির ছবি 'রকস্টার'-এ রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করেছিলেন নার্গিস ফাকরি। সে সময় তাঁর ও রণবীরের ঘনিষ্ঠতা নিয়ে উত্তাল ছিল সেলুলয়েড। নার্গিস বিদেশিনী, রকস্টারই তাঁর ডেবিউ-- তাঁর সঙ্গেও প্রেম?

Bollywood Gossip: 'আমি পাগল হয়ে যেতাম', রণবীরের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে নার্গিস
রণবীরের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে নার্গিস
Follow Us:
| Edited By: | Updated on: Nov 20, 2023 | 6:59 PM

রণবীর কাপুর নাকি ক্যাসানোভা! তাঁর প্রেমিকার সংখ্যা নাকি অগুণতি। কখনও ক্যাটরিনা কাইফ আবার কখনও বা দীপিকা পাড়ুকোন– সংখ্যা গুনে শেষ করা যাবে না। ইমতিয়াজ আলির ছবি ‘রকস্টার’-এ রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করেছিলেন নার্গিস ফাকরি। সে সময় তাঁর ও রণবীরের ঘনিষ্ঠতা নিয়ে উত্তাল ছিল সেলুলয়েড। নার্গিস বিদেশিনী, রকস্টারই তাঁর ডেবিউ– তাঁর সঙ্গেও প্রেম? এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছিল সকলের মুখে মুখে। সে সময় রণবীর অথবা নার্গিস কেউই এই নিয়ে মুখ না খুলকেও অবশেষে এত বছর পর এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন নার্গিস। কী বলেছেন তিনি? সম্পর্কের কথা স্বীকার করেননি তিনি। তাঁর কথায়, “সবার সঙ্গেই আমাকে জুড়ে দেওয়া হত। আমি পাগল হয়ে যেতাম।” শুধু রণবীর কাপুরই নন, শাহিদ কাপুরের সঙ্গেও তাঁর প্রেমের গুঞ্জন রটেছিল। নার্গিস যোগ করেন, “একটা প্রতিবেদন দাবি করা হয়, আমি নাকি শাহিদ কাপুরের সঙ্গে ফ্ল্যাটে থাকছি। আর আমার মা-ও নাকি শাহিদের সঙ্গে দেখা করতে এসেছে। সবাই আমায় ফোন করে জিজ্ঞাসা করছে, ‘মা কবে এল? দেখা করতে যাব’। ওদের কী করে বোঝাই, মা কখনও এখানে আসেনি।”

শুধু কি তাই, ২০১২ সালে এক প্রতিবেদন বের হয়। সেখানে হেডলাইনে লেখা হয়েছিল, ‘নার্গিস ফাকরি লেসবিয়ান হওয়ার অপেক্ষায় রয়েছে’। নার্গিসের দাবি, এমন কোনও কথা তিনি বলেননি। তিনি যা বলেছিলেন তার ভুল ব্যাখ্যা করা হয়েছিল। তাঁর কথায়, “এক রিপোর্টার আমায় এসে জিজ্ঞাসা করেছিলেন, ‘বি-টাউন তারকাদের সঙ্গে আমি কতটা মজা করছি’? আমি বুঝে গিয়েছিলাম উনি মজা বলতে কী বোঝাতে চাইছেন ।তাই আমিও সেই ব্যক্তিকে বলেছিলাম, “আমি তো তোমার জন্য অপেক্ষা করছি, যাতে তুমি আমাকে সমকামী বানিয়ে নিতে পার।” নার্গিস জানান, পরের দিনই খবরে বের হয়ে যায়, সমকামী হওয়ার জন্য অপেক্ষারত তিনি। আর তা নিয়ে চলে বিস্তর হইচই। তবে প্রায় ১০ বছরেরও বেশি সময় ইন্ডাস্ট্রিতে কাটিয়ে এই সব ঘটনা আর খুব একটা প্রভাব ফেলে না তাঁকে। ছবিতেও যে খুব একটা দেখা যায় তাও নয়। নিজের বৃত্তে ভালই আছেন নার্গিস।