২০১৮ সাল। নবাব বাড়ির কন্যে সারা আলি খান (Sara Ali Khan) পদার্পণ করেছেন সিনেমা জগতে। ‘কেদারনাথ’ ছবি দিয়ে তিনি হিন্দি ছবির জগতে আসেন। বিপরীতে ছিলেন সুশান্ত সিং রাজপুত। সবে মাত্র পাঁচটি ছবিতে অভিনয় করেছেন তিনি।এর মধ্যেই তিনি অনুরাগীদের মন জয় করেছেন নিজের অভিনয় গুণে। তাঁর ছবির তালিকা দেখলেই বোঝা যায় তিনি নিজেকে ইতিমধ্যে ভাঙতে শুরু করেছেন বিভিন্ন চরিত্রে। তাঁর ভাবনাকেই যেন এগিয়ে নিয়ে যাচ্ছেন পরিচালকরাও। তাঁরাও বিভিন্ন চরিত্রে তাঁকে ভাবছেন। সূত্রের খবর বলছে, এবার তাঁকে পাওয়া যাবে স্বাধীনতা সংগ্রামী রূপে। ১৯৪২ সালের ভারত ছাড় আন্দোলনের উপর তৈরি ছবিতে এবার তিনি অভিনয় করতে চলেছেন।
‘এক থি ডায়েন’ ছবির পরিচালক কনন আইয়ারের ছবিতে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করছেন। এই ছবি সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে।তাঁর সঙ্গে কে কে অভিনয় করবেন, তা এখনও জানা যায়নি। এই মুহূর্তে তিনি একদিকে ভিকি কৌশলের সঙ্গে নাম ঠিক না হওয়া একটি ছবিতে কাজ করছেন, অন্যদিকে বিক্রান্ত মেসির সঙ্গে করছেন ‘গ্যাস লাইট’ ছবিতে কাজ। এই দুটো প্রজেক্ট শেষে তিনি শুরু করবেন আইয়ারের ছবির শুটিং, এমনই খবর রয়েছে।
আরও পড়ুন-Akshay Kumar-Suriya: ছবির নামেই থাকুক টুইস্ট, অনুরাগীদের গুরু দায়িত্ব দিলেন অক্ষয়
আরও পড়ুন-Rashmika Mandanna: হিন্দি সিনেমায় অভিষেক করতে কেন কোনও চাপ অনুভব করছেন না রশ্মিকা?
আরও পড়ুন-Saswata Chatterjee-Shabor: চার বছর পর ফিরছেন শাশ্বত চট্টোপাধ্যায় শবররূপে, নতুন কী চমক থাকছে?