Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Parineeti-Raghav: সবটাই গোপনে সারলেন পরিণীতি-রাঘব? নায়িকার হাতের দিকে তাকিয়ে অবাক নেটিজেন

Parineeti-Raghav: রটেছিল এই মাসের দশ তারিখ নাকি আপ সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সেরে ফেলবেন পরিণীতি চোপড় । চুপ ছিলেন নায়িকা।

Parineeti-Raghav: সবটাই গোপনে সারলেন পরিণীতি-রাঘব? নায়িকার হাতের দিকে তাকিয়ে অবাক নেটিজেন
নায়িকার হাতের দিকে তাকিয়ে অবাক নেটিজেন
Follow Us:
| Edited By: | Updated on: Apr 18, 2023 | 11:57 AM

রটেছিল এই মাসের দশ তারিখ নাকি আপ সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সেরে ফেলবেন পরিণীতি চোপড় । চুপ ছিলেন নায়িকা। মিষ্টি হেসে এড়িয়ে গিয়েছিলেন সব প্রশ্নের উত্তর । অন্যদিকে রাঘবও বলেছিলেন, ‘পরিণীতি নয়, রাজনীতি নিয়ে প্রশ্ন করতে।” লন্ডনও উড়ে গিয়েছিলেন নায়িকা। যে মুহূর্তে তাঁর বাগদানের গুঞ্জন ক্রমশ ফিকে হচ্ছে ঠিক সেই মুহূর্তেই পরীকে দেখে চমকে গেলেন অনেকেই। বরং বলা ভাল পরীর আঙুল দেখে আবারও সেই জল্পনা উস্কে উঠল। সোমবার রাতে সেলিব্রিটি ম্যানেজার পুনম দামানিয়ার অফিসে দেখা যায় পরিণীতিকে। ক্রপ টপ আর বোতাম খোলা শার্ট পরে সেখানে গিয়েছিলেন তিনি। পাপারাৎজিও হাজির ছিলেন সেখানে। মিষ্টি হাসি দিয়ে বিয়ে-বাগদান নিয়ে যাবতীয় প্রশ্ন এড়িয়েই যাচ্ছিলেন নায়িকা ঠিক এমন সময়েই নেটিজেনদের চোখে পড়ে তাঁর ‘রিং ফিঙ্গার’-এর রয়েছে এক আংটি। আংটিটি সাদামাঠা, তবে পরিণীতির হাতে এর আগে ওই আংটির অস্তিত্ব ছিল না। এর পরেই তাঁর উদ্দেশে প্রশ্ন আসে, “তবে কি সত্যিই চুপিচুপি বাগদান হয়েই গেল তাঁর?” নায়িকা উত্তর দেননি। পাশাপাশি অনেকে মনে করছেন, ওই আংটি বাগদানের নয়। কারণ, আংটিতে বেশি আড়ম্বর নেই। নায়িকার বাগদানে এরকম সাদামাঠা আংটি! অনেকেই বিশ্বাস করছেন না।

কিছু দিন আগে সমাজবাদী পার্টি নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করেছেন স্বরা ভাস্কর। এবার আবারও এক হচ্ছে রাজনীতি ও বলিউড। পরিণীতি ও রাঘব যদিও মুখে কুলুপ এঁটেছেন। তবে পরিণীতির ঘনিষ্ঠ বন্ধু হার্ডি সান্ধু কিছু দিন আগেই ফাঁস করে দিয়েছিলেন গোপন কথা। এর আগে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ও আপ সাংসদ রাঘব চাড্ডাকে খোঁচা দিয়েছিলেন পরীণীতির সঙ্গে সম্পর্ক নিয়ে। রাঘব চাড্ডা মেহুল চোকসির বিরুদ্ধে রেড কর্নার নোটিস প্রত্যাহার করা নিয়ে আলোচনার দাবিতে মুলতুবি প্রস্তাব পেশ করলে তিনি তা খারিজ করে দেন এবং মজা করে বলেন, “সোশ্যাল মিডিয়ায় এমনিই অনেক জায়গা দখল করে রয়েছো তুমি। আজকের দিনটা চুপ থাকাই শ্রেয়।”

লন্ডন স্কুল অব ইকোনমিক্সে দু’জনে একসঙ্গে পড়াশোনা করেছেন। এর পর দুজনের কেরিয়ার আলাদা হয়ে গেলেও বন্ধুত্ব ফিকে হয়নি। দুজনেই ঘুরতে ভালবাসেন। রয়েছে চরিত্রগত মিলও। আর এত মিলই দুজনকে এনে দিয়েছেন কাছাকাছি। এর আগে যখন সিঙ্গল ছিলেন তখন প্রেম নিয়ে মুখ খুলেছিলেন পরিণীতি। বলেছিলেন, “আমার বিয়ের ইচ্ছে রয়েছে। ইচ্ছে রয়েছে সন্তান ধারণেরও। আমি এমন একটা কেরিয়ার চাই যাতে উত্থান ও পতন দুই-ই থাকবে।” যোগ করেছিলেন, “বহুদিন ধরে অনেকের প্রেম জীবনের সম্পর্কে ওয়াকিবহাল আমি। বিয়ে সব সময়েই পরবর্তী পদক্ষেপ। যেদিন মনের মানুষকে খুঁজে পেয়ে যাব, ভালবাসব। বিয়ে করতে চাইব।” অবশেষে সেই মনের মানুষের হদিশ মিলেছেন তাঁর, অন্তত তেমনটাই জানাচ্ছেন তাঁর কাছের মানুষেরা।