AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pooja Bhatt: সানি লিওনের সঙ্গে দেখা করতে ছোটেন মহেশ ভাট, কারণ খোলসা করলেন পূজা

Bigg Boss: এই নিয়ে দ্বিতীয়বার বিগ বসের ঘরে হাজির হন মহেশ ভাট। এর আগে তিনি এসেছিলেন সিজ়ন পাঁচে। সেখানে সানি লিওনির সঙ্গে দেখা করতে এসেছিলেন মহেশ ভাট।

Pooja Bhatt: সানি লিওনের সঙ্গে দেখা করতে ছোটেন মহেশ ভাট, কারণ খোলসা করলেন পূজা
| Edited By: | Updated on: Aug 03, 2023 | 5:54 PM
Share

সম্প্রতি দর্শকমহলে জায়গা করে নিয়েছে সলমন খান সঞ্চালিত শো বিগ বস ওটিটি। ওটিটি-তে বিগ বস শুরু হয়েছে মাত্র দুটি সিজ়ন হয়েছে। তারই মাঝে ভিউ রেকর্ড গড়েছে। সলমন খান দর্শক মহলে এই শোয়ের চাহিদা দেখে জানিয়েছিলেন যে শোয়ের মেয়াদ বাড়িয়ে দেবেন। করেও ছিলেন তাই। একবার নয়, ২বার এই সিদ্ধান্ত নেওয়ার খবর প্রকাশ্যে আসে। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই রিয়্যালিটি শোয়ে এবার প্রতিযোগী হয়ে গিয়েছেন পূজা ভাট। তাঁকে চমক দিতেই এবার ঘরে প্রবেশ মহেশ ভাটের। প্রোমো সামনে আসতেই তা ঝড় তোলে দর্শকমহলে। এই নিয়ে দ্বিতীয়বার বিগ বসের ঘরে হাজির হন মহেশ ভাট। এর আগে তিনি এসেছিলেন সিজ়ন পাঁচে। সেখানে সানি লিওনির সঙ্গে দেখা করতে এসেছিলেন মহেশ ভাট।

কিন্তু কেন? কারণ পূজা ভাটই প্রথম অনুরোধ করেছিলেন মহেশ ভাটকে তিনি যেন সানি লিওনির সঙ্গে দেখা করে আসেন। কারণ একটাই, তখন তিনি তাঁর ছবি জিসম ২ ছবির কাজ নিয়ে ব্যস্ত। তিনি বুঝতেই পেড়েছিলেন, তাঁর ছবির জন্য পারফেক্ট হবেন সানি লিওন। তাই তাঁর সঙ্গে যাঁতে তাঁর বাবা দেখা করে কথা বলেন, তাই সানির কাছে মহেশ ভাটকে পাঠিয়েছিলেন খোদ পূজা।

এবার পূজা ভাটের সঙ্গে বিগ বসের ঘরে দেখা করতে হাজির হলেন মহেশ ভাট। ঝড়ের গতিতে ভাইরাল হল সেই এপিসোডের প্রোমো। বাবার সঙ্গে পূজার সম্পর্ক বরাবর বেশ ভাট। তাই মাঝে মধ্যেই পূজাকে নিয়ে নানা পরিকল্পনা করে ফেলেন মহেশ ভাট। পূজা বর্তমানে সিনেপাড়ায় পুনরায় নিজের জায়গা পাকা করতে ব্যস্ত। একদিনে যেমন তাঁর মেয়ে পূজা ব্যস্ত বিগ বসে, তেমন তাঁর অপর মেয়ে আলিয়া ভাট তাঁর নতুন ছবি নিয়ে ব্যস্ত। রমরমিয়ে চলছে এখন রকি অউর রানি কি প্রেম কহানি।