আচমকাই নিয়ে যেতে হয়েছিল হাসপাতালে, এখন কেমন আছেন নুসরত?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 12, 2021 | 4:35 PM

কেন হাসপাতালে ভর্তি হতে হয়েছিল নুসরতকে? ভার্টিগোর সমস্যা আছে নুসরতের। যে কোনও ধরনের উচ্চতায় ভয় পান তিনি। শুটিং চলাকালীনই ভার্টিগো অ্যাটাক হয় তাঁর। আর সে কারণেই মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে।

আচমকাই নিয়ে যেতে হয়েছিল হাসপাতালে, এখন কেমন আছেন নুসরত?
নুসরত বারুচা।

Follow Us

খুবই ব্যস্ততার মধ্যে কাটছে নুসরত বারুচার জীবন। কিছুদিন আগে শেষ করেছেন ‘ছোরি’ ছবির শুটিং। তারপরই মুম্বইয়ে শুরু করেছেন লাভ রঞ্জনের পরবর্তী ছবির কাজ। সেই শুটিং চলাকালীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। এখন কেমন আছেন তিনি? খোঁজ মিলল অভিনেত্রীর ইনস্টাগ্রামে।

নুসরতের ইনস্টাগ্রাম বলছে, আগের থেকে অনেকটাই ভাল আছেন তিনি। আগের মতো ফিরে এসেছেন সোশ্যাল মিডিয়াতেও। শুধু সোশ্যাল মিডিয়াতে ফিরেই যে এসেছেন তা নয়, একের পর এক ছবি পোস্ট করতেও দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি রানি রঙের ফ্লোরাল পোশাকে বেশ কয়েকটি ছবি দিয়েছেন নুসরত। খোলা চুলে স্নিগ্ধ হাসি। তবে এরই মধ্যে নজর কেড়েছে তাঁর সবুজ রঙের জুতোটি। ইন্ডাস্ট্রিতে ফ্যাশানিস্তা বলে পরিচিত নুসরতের এই লুক বেশ মনে ধরেছে নেটিজেনদের।


কেন হাসপাতালে ভর্তি হতে হয়েছিল নুসরতকে? ভার্টিগোর সমস্যা আছে নুসরতের। যে কোনও ধরনের উচ্চতায় ভয় পান তিনি। শুটিং চলাকালীনই ভার্টিগো অ্যাটাক হয় তাঁর। আর সে কারণেই মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে।

সূত্রের খবর, ‘পেয়ার কা পাঞ্চনামা’ খ্যাত অভিনেত্রী বিগত কয়েকদিন অসুস্থই ছিলেন। সেই অসুস্থতাই বাড়াবাড়ি আকার ধারণ করে সেটে। নুসরতের বাড়ি থেকে শুটিং সেটের দূরত্ব অনেকটা। ফলে সেটের কাছাকাছি একটি হোটেলে থাকছিলেন অভিনেত্রী। সেটে যাতায়াতে যাতে সময় নষ্ট না হয় সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। তার উপর শরীরের অবস্থাও তাঁর ভাল যাচ্ছিল না। একদিন শুটিং না করে তাঁকে চলে আসতে হয়েছিল। তখনই ডাক্তারের কাছে গিয়েছিলেন। চিকিৎসকরা তাঁকে ১৫ দিন বিশ্রাম নিতে বলেছিলেন।

কিন্তু নুসরতের মনে হয়েছিল, ১-২দিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে যাবেন। তাই শুটিংয়ে ফিরেছিলেন। কিন্তু তিনি শুটিংয়ে আরও অসুস্থ হয়ে পড়েন। রক্তচাপ কমে যায় ৬৫/৫৫। তবে এখন তিনি আগের থেকে অনেকটাই সুস্থ। প্রিয় অভিনেত্রীকে আবারও স্বমহিমায় ফিরতে দেখে খুশি তাঁর অনুরাগীরা।

 

আরও পড়ুন- এই মাসের ২৭ তারিখ রিয়া চক্রবর্তী শুরু করতে চলেছেন জীবনের এক নতুন অধ্যায়

Next Article