যেমন অভিনয় দাপট, ঠিক তেমনই লুক, সব মিলিয়ে এক কথায় বলতে গেলে রাইমা সেনের ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। তবে এই সেলেবস্টার কোথাও গিয়ে যেন মনের মত করে সিনে-দুনিয়ায় নিজের পসার জমাতে পারলেন না, বারে বারে নিজের মনের কোণে থাকা এই আক্ষেপ উগরে দিতে বিন্দু মাত্র পিছু পা হননি তিনি। এপ্রিল মাসেই মুক্তি পেতে চলেছে রাইমা সেনের আগামী সিরিজ মাই। নেটফ্লিক্সেই আসছে এই সিরিজ।
পয়লা বৈশাখ উপলক্ষ্যে মুক্তি পেতে চলেছে রাইমার আগামী কাজ। তবে সিনে-দুনিয়া নিয়ে রাইমার মত দিন দিন যেন পোক্ত হচ্ছে। একের পর এক ভাল কাজের প্রস্তাব পেলেও রাইমার মত, ‘ইন্ডাস্ট্রি সকলকে মনে রাখে তাঁর শেষ কাজ দিয়েই। তাঁর শেষ কাজ দেখেই তাঁর মুল্যায়ণ হয়ে থাকে, বিচার হয়, মানুষের মনে শেষ কাজের প্রভাবই স্পষ্ট থেকে যায়। তার কথায় এখানে টিকে থাকার লড়াই বর্তমান, তাই প্রতিটা কাজ দিয়ে নিজেকে প্রমাণ করে যেতে হবে, নয়তো শেষ করা ছবির প্রভাবই মানুষের মনে থেকে যায়, তার আগের কাজ ক্রমেই যেন ফিকে হতে থাকে।’
এক সাক্ষাৎকারে রাইমা সেন জানিয়েছিলেন- ‘তুমি ঠিক ততটাই ভাল যতটা তোমার শেষ ছবি, তাই তুমি সর্বদাই পরিচিত থাকবে তোমার শেষ কাজ দিয়ে। তবে আমি করে করি, সেটা ঠিকই আছে, তোমাকে এই নীতির সঙ্গে খুব পজিটিভভাবে ডিল করতে হবে। কারণ কেরিয়ারে বহু ওঠা-পড়া জড়িয়ে থাকে। তিনি আরও বলেন, এই ওঠা-পড়াই হল ইন্ডাস্ট্রির স্বাভাবিক ছন্দ। সেখানে সাফল্য থাকবে, সেখানে ব্যর্থতা থাকতে বাধ্য। যে শো ভাল চলবে, তার মধ্যে থেকে তোমার পরিচিতি বাড়বে, যদি কোনও শো না চলে, কেউ তোমার দিকে ঘুরেও তাকাবে না।’
রাইমার কথায়, তিনি বহু হিন্দি ছবিতে কাজ করেছেন, কিছু কিছু কারণ বশত হয় সেগুলো রিলিস করেনি, নয় তো অর্ধেক কাজ হয়ে বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু ওটিটি দুনিয়ায় নতুন আশা দেখছেন তিনি, ‘এবার হয়তো ধীরে ধীরে সেই ছবিগুলো মুক্তি পাবে।’ মাই নিয়ে বেশ আশাবাদী তিনি, তাঁর কথা এখানে নতুন করে দর্শকেরা পাবেন রাইমাকে।
আরও পড়ুন- Alia-Ranbir Honeymoon: কেবল বিয়েই নয়, এবার ফাঁস আলিয়া-রণবীরের হানিমুন প্ল্যানিংও
আরও পড়ুন- Viral News: ‘অর্থের অভাবে এ সব করতে বাধ্য হয়েছি’, আত্মহত্যার কথা ভাবতেও পিছু পা হননি উরফি