Raj Kundra: জেলের ভিতর শিল্পাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত; রাজের ছবিতে আছে সবটাই

Raj Kundra Biopic: আর্থার রোডের সেই জেলে খুনি, ধর্ষকের সঙ্গে একই ঘরে দিনের পর-দিন থাকতে হয়েছিল রাজকে। তাঁকে দাঁত পরিষ্কার করার জন্য টুথব্রাশ পর্যন্ত দেওয়া হয়নি। রুটি দেওয়া হত, কিন্তু তা থাকত জলসর্বস্ব ডালে ভেজানো। এ ধরনের খাবার মুখে তুলতে পারতেন না রাজ। তার উপর জেলের আবাসিকরা প্রায়সই তাঁর সামনে স্ত্রী-অভিনেত্রী শিল্পা শেট্টি সম্পর্কে নানা কুৎসিত মন্তব্যও করতেন।

Raj Kundra: জেলের ভিতর শিল্পাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত; রাজের ছবিতে আছে সবটাই
রাজ কুন্দ্রা।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2023 | 4:17 PM

২০২১ সালের জুলাই মাসে তাঁর মুম্বইয়ের বাড়ি থেকে হঠাৎই পুলিশ এসে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় শিল্পা শেট্টির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। পর্ন ভিডিয়ো তৈরি করে একটি অ্যাপে বিক্রি করার মূল ষড়যন্ত্রী নাকি ছিলেন এই রাজ। বিচারাধীন বন্দি হিসেবে তাঁকে মুম্বইয়ের আর্থার রোডের জেল হেফাজতে রাখা হয়েছিল টানা দু’মাস। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে জেল থেকে বেরিয়ে সোজা নিজের বাড়িতে ফেরত গিয়েছিলেন রাজ কুন্দ্রা। তারপর থেকে যখনই প্রকাশ্যে এসেছেন, মুখ ঢেকে রেখেছেন অভিনব মাস্কে। এবার মুক্তি পেল রাজ কুন্দ্রার ছবি ‘ইউটি ৬৯’ (UT 69)। আর্থার রোডে কাটানো তাঁর দু’মাসের অভিজ্ঞতার কথা রাজ ব্যক্ত করেছেন এই ছবির মাধ্যমে। সেখানে তিনি নিজেই অভিনয় করেছেন।

আর্থার রোডের সেই জেলে খুনি, ধর্ষকের সঙ্গে একই ঘরে দিনের পর-দিন থাকতে হয়েছিল রাজকে। তাঁকে দাঁত পরিষ্কার করার জন্য টুথব্রাশ পর্যন্ত দেওয়া হয়নি। রুটি দেওয়া হত, কিন্তু তা থাকত জলসর্বস্ব ডালে ভেজানো। এ ধরনের খাবার মুখে তুলতে পারতেন না রাজ। তার উপর জেলের আবাসিকরা প্রায়সই তাঁর সামনে স্ত্রী-অভিনেত্রী শিল্পা শেট্টি সম্পর্কে নানা কুৎসিত মন্তব্যও করতেন। শিল্পা শেট্টির স্বামী হিসেবে রাজের বিষয়ে সন্দেহও প্রকাশ করতেন তাঁরা। সরাসরি বলতেন, তাঁর মতো এক ব্যক্তিকে কীভাবে বিয়ে করলেন শিল্পা। এসবই নিজের জীবন নির্ভর ছবিতে তুলে ধরেছেন রাজ।

ছবি সম্পর্কে কথা বলার জন্য সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন রাজ। সেখানে তিনি বলেছিলেন, “আমার মামলা এখনও বিচারাধীন। কিন্তু আমি এক সিংহের মতো বেরিয়ে এসেছিলাম জেল থেকে। এর কারণ, আমি নিরপরাধ।”