Stardom: রণবীর কাপুরের ওটিটি ডেবিউ, শাহরুখের মুখ চেয়েই কি বড় সিদ্ধান্ত

Inside Story: সেখানে কেমিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। ইতিমধ্যেই শাহরুখ খানকে একবার ছেলের সেটে উপস্থিত হতে দেখা যায়। 

Stardom: রণবীর কাপুরের ওটিটি ডেবিউ, শাহরুখের মুখ চেয়েই কি বড় সিদ্ধান্ত
Follow Us:
| Edited By: | Updated on: Jun 06, 2023 | 2:15 PM

রণবীর কাপুর। একের পর এক ছবির কাজ নিয়ে এখন ব্যস্ত রয়েছেন। শীঘ্রই ব্রহ্মাস্ত্র ২ ছবির কাজ় নিয়েও বাড়বে ব্যস্ততা। তারই মাঝে অ্যানিম্যাল ছবির কাজ শেষ করছেন রণবীর। একের পর এক ছবি যার ঝুলিতে সেই রণবীর এবার ওটিটিতে? প্রশ্ন এখন একটাই, হঠাৎ ওটিটি-তে আসার সিদ্ধান্ত নিলেন কেন রণবীর! কিং খানের মুখ চেয়েই এই সিদ্ধান্ত? বিষয়টা ঠিক কী ঘটে? সদ্য পরিচালনায় নাম লিখিয়েছেন আরিয়ান খান। বাবা শাহরুখ খানকে নিয়ে একটি বিজ্ঞাপন শ্যুট করেছেন তিনি। যা ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে। এবার পালা তাঁর প্রথম কাজের। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ইতিমধ্যেই আরিয়ান খানের নয়া ওটিটি সিরিজ, স্টারডম। সেখানে কেমিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। ইতিমধ্যেই শাহরুখ খানকে একবার ছেলের সেটে উপস্থিত হতে দেখা যায়।

এবার রণবীর কাপুরকে পরিচালনা করলেন কিং পুত্র। কেরিয়ারের শুরুতেই শাহরুখ খান, রণবীর কাপুরের মতো স্টারদের দিয়ে পরিচালনায় হাতেখড়ি, একদিকে যেমন বারবার প্রশংসিত হচ্ছেন আরিয়ান খান, ঠিক তেমনই আবার কড়া ভাষায় সমালোচনার শিকার হচ্ছেন তিনি। যদিও সে সব বিষয় নজর না দিয়ে এবার নয়া খবরে মাতলেন সকলে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবার রণবীর কাপুর। আরিয়ান খানের ওটিটিতে সদ্য শুট করলেন তিনি।

প্রসঙ্গত, প্রথম থেকেই আরিয়ান খান জানিয়ে এসেছিলেন, তিনি অভিনয় নয়, ক্যামেরার পিছনেই কাজ করতে চান। যেমন কথা তেমনই কাজ। আসছে তাঁর প্রথম সিরিজ়। ওটিটির পরিচালনা করছেন আরিয়ান খান। যেখানে দেখা যাবে শাহরুখ খান ও রণবীর কেও। তবে কেমিও চরিত্রে। ছয় এপিসোডে ভাগ করা থাকবে এই সিরিজ। সূত্রের খবর অনুযায়ী, শাহরুখ ও রণবীর দুজনকেই দেখা যাবে দুই এলাদা এপিসোডে। ছোট ছোট চরিত্রে। তবে দুজনেই বেজায় উৎসাহী জুনিয়ার খানের জন্য কাজ করায়। আরিয়ান বরাবরই তাঁর পরিচালনার কাজেই মন দিতে চেয়েছিলেন। এবার তাঁর স্বপ্নপূরণের পালা।