‘নারীসুলভ’ নন! তাপসীকে ‘কাকু’ বলে তোপ কঙ্গনার দিদি রঙ্গোলীর

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 04, 2021 | 9:57 AM

২ জুলাই তাপসী পান্নু অভিনীত ছবি ‘হসিন দিলরুবা’ রিলিজ হয় নেটফ্লিক্সে। ওই ছবিতে নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না তাপসী। তাঁর ডাক পড়ে অনেক শেষে। এ কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই বলেছেন তাপসী।

নারীসুলভ নন! তাপসীকে কাকু বলে তোপ কঙ্গনার দিদি রঙ্গোলীর
তাপসী ও রঙ্গোলী-কঙ্গনা

Follow Us

তাপসী পান্নুকে বোন কঙ্গনার সস্তা কপি বলেছিলেন তিনি। এ বার তাপসীকে সরাসরি আঙ্কল বলে ডাকলেন কঙ্গনা রানাওয়াতের দিদি রঙ্গোলী চান্ডেল। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনিও পরোক্ষে এও বলেন তাপসী নাকি একেবারেই নারীসুলভ নন।

সদ্য মুক্তি পেয়েছে তাপসী অভিনীত ছবি ‘হাসিনা দিলরুবা’। ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তাপসীর চরিত্র ওই ছবিতে এক গৃহবধূ। যদিও সেটি সীমিত পরিচয়। পরে ঘটনাচক্রে তাতে এসে মেশে অনেক রহস্য-রোমাঞ্চ। ওই ছবির প্রসঙ্গ টেনে এনেই ইনস্টাগ্রাম স্টোরিতে রঙ্গোলী লেখেন, “কিছুতেই বুঝতে পারিনা অদিতি রাও হায়দারির মতো অভিনেতা কেন হাসিনা দিলরুবার মতো সিনেমা করতে পারে না? আধুনিক কিন্তু একই সঙ্গে কোমন গৃহবধূর চরিত্রে তিনি ছিলেন একেবারে আদর্শ, যে কিনা ভালবাসার জন্য পাগল, যে সুন্দর অথচ জটিল… যে নারীসুলভ অথচ ভঙ্গুর।”

রঙ্গোলীর স্ক্রিনশট

এর পরেই তাপসীকে সরাসরি উদ্দেশ্য করে তিনি লেখেন, “তার বদলে কাকে নেওয়া হল? তাপসী আঙ্কলকে। ওকে ভীষণ অ্যাথলেটিক লেগেছে। এই কঙ্গনা হ্যাংওভার কেন?” ইন্ডাস্ট্রিকে উদ্দেশ্য করে তাঁর বক্তব্য, “শুনে নাও ইণ্ডাস্ট্রি এখানে একটাই কঙ্গনা। কোনও সস্তা কঙ্গনার জায়গা নেই। ভুল কাস্টিং করে ছবিগুলো নষ্ট কোরো না…।” তাপসী যদিও এই নিয়ে এখনও পর্যন্ত একটা বাক্যও খরচ করেননি।

আরও পড়ুন– বলিউডের এই অভিনেত্রীর কাছে কাজ চেয়ে টুইট করলেন শাহরুখ খান!

২ জুলাই তাপসী পান্নু অভিনীত ছবি ‘হসিন দিলরুবা’ রিলিজ হয় নেটফ্লিক্সে। ওই ছবিতে নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না তাপসী। তাঁর ডাক পড়ে অনেক শেষে। এ কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই বলেছেন তাপসী। ছবিতে তাপসী ছাড়াও রয়েছেন হর্ষবর্ধন রাণে (নীল ত্রিপাঠি) এবং বিক্রান্ত মাসে (ঋষভ)। তাপসীর চরিত্রের নাম রানি। তিন চরিত্র জড়িয়ে পড়ে এক মার্ডার-মিস্ট্রি গল্পে।

Next Article