Gourab-Riddhima: বাবা-মা হলেন গৌরব-ঋদ্ধিমা, চক্রবর্তী পরিবারে খুশির হাওয়া

Gourab-Riddhima: জানা গিয়েছে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ঋদ্ধিমা। মা ও সন্তান উভয়েই সুস্থ আছে। এই মুহূর্তে চক্রবর্তী পরিবারে খুশির হাওয়া।

Gourab-Riddhima: বাবা-মা হলেন গৌরব-ঋদ্ধিমা, চক্রবর্তী পরিবারে খুশির হাওয়া
চক্রবর্তী পরিবারে খুশির হাওয়া
Follow Us:
| Edited By: | Updated on: Sep 16, 2023 | 3:15 PM

এই মাসেই মা হওয়ার কথা ছিল অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষের। এ দিন সকালে শহরের এক বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দিলেন তিনি। জানা গিয়েছে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ঋদ্ধিমা। মা ও সন্তান উভয়েই সুস্থ আছে। এই মুহূর্তে চক্রবর্তী পরিবারে খুশির হাওয়া। সব্যসাচী চক্রবর্তীর ছোট ছেলে অর্জুনের এক মেয়ে। এবার গৌরব হলেন পুত্র সন্তানের বাবা। একটি গোটা বৃত্ত যেন সম্পন্ন হল।

এ বছর পয়লা বৈশাখেই খুশির খবরটা ভাগ করে নিয়েছিলেন ঋদ্ধিমা। বেবিবাম্পের ছবি শেয়ার করে লিখেছিলেন, “একটা দারুণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে চলেছি। পয়লা বৈশাখের শুভ দিনেই ঘোষণা করছি, আমরা সন্তানের অপেক্ষায় রয়েছি। আপনাদের শুভেচ্ছা দরকার।” শুভেচ্ছা উপচে পড়েছিল সেই খবরে। এর পরেই কখনও প্রেগন্যান্সি শুটের ছবি আবার কখনও বা সাধের ছবি শেয়ার করছিলেন তিনি। এই গোটা সময়টা পাশে ছিলেন গৌরব। আপাতত কাজ থেকে কিছু দিনের ব্রেক। ছেলেকে নিয়েই সময় কাটতে চলেছে তাঁর।