AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saayoni Ghosh: টাইট গাউন পরলে মানুষেরই আমাকে গ্রহণ করতে অসুবিধে হবে: সায়নী ঘোষ

Saayoni Ghosh: শাড়ি অথবা সালোয়ার-- সে তৃণমূলের সভাই হোক, দলীয় কার্যালয় অথবা ছবির প্রচার-- সায়নীকে দেখা যায় এমনভাবেই। রাজনীতি যে যোগদান করলেন কি পোশাকে বদল আনতেই হয়? মিমি-নুসরত সে দিকে না হাঁটলেও সায়নীর মুখে কিন্তু শোনা গেল তেমনটাই। কী বললেন তিনি?

Saayoni Ghosh: টাইট গাউন পরলে মানুষেরই আমাকে গ্রহণ করতে অসুবিধে হবে: সায়নী ঘোষ
সায়নী ঘোষ
| Edited By: | Updated on: Aug 08, 2023 | 9:03 PM
Share

কলকাতার পাঁচতারা হোটেলে ‘আবার প্রলয়’-এর সাংবাদিক সম্মেলন। হাজির একঝাঁক তারকা। হাজির তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষও। বিগত বেশ কিছু দিন ধরেই তাঁকে নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। ইডির তলব, নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে তাঁর। সে সবকে পিছনে ফেলেই সায়নী এলেন ঘটনাস্থলে। চোখের নীচে কাজল স্মাজ করা, কপালে লাল টিপ, সালোয়ার কামিজ, শরীর ওড়না দিয়ে ঢাকা– তথাকথিত গ্ল্যামার কোশেন্ট সেখানে অনুপস্থিত বলাই চলে। সায়নী রাজনীতিতে নাম জড়ানোর পর থেকেই তাঁর পোশাকে এসেছে বদল। পাশ্চাত্য পোশাকে তাঁকে দেখতে পাওয়া যায় না বললেই চলে। শাড়ি অথবা সালোয়ার– সে তৃণমূলের সভাই হোক, দলীয় কার্যালয় অথবা ছবির প্রচার– সায়নীকে দেখা যায় এমনভাবেই। রাজনীতি যে যোগদান করলেন কি পোশাকে বদল আনতেই হয়? মিমি-নুসরত সে দিকে না হাঁটলেও সায়নীর মুখে কিন্তু শোনা গেল তেমনটাই। কী বললেন তিনি?

সায়নীর কথায়,

“আমাকে যদি আপনি দেখেন চুল কার্ল করে বা সোনালী চুল লাগিয়ে মোটামুটি টাইট জামা অথবা গাউন পরে হাজির হই, তবে মানুষেরই আমাকে গ্রহণ করতে অসুবিধে হবে। আর কোনওদিনই আমি খুব একটা গ্ল্যামার স্টাক্ট ছিলাম না। আর এখানে যে চরিত্রটা করেছি (আবার প্রলয় সিরিজে) সেই শম্পা, সুন্দরবনের একজন সাধাসিধে মেয়ে, তাই আমার মনে হয় শম্পা যদি এখন গাউন পরে চলে আসে সেটা বেমানান। আর যেহেতু রাজনৈতিক পরিচয় হয়েছে তাই একটা অন্য মাত্রার শালীনতা বজায় রাখা উচিৎ বলে আমার মনে হয়।”

আগামী ১১ অগস্ট মুক্তি পাবে এই সিরিজ। জি-ফাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্মে এই সিরিজ মুক্তি পাবে। সায়নী ঘোষ ছাড়াও সিরিজে রয়েছে জুন মালিয়া, শাশ্বত চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায় সহ অনেকেই। পরিচালনায় রাজ চক্রবর্তী।