Saif Ali Khan: সহ-অভিনেতাকে নিজের আন্ডারওয়্যার পরতে দিয়ে ফেরত চেয়েছিলেন সইফ
Zakir Hussain: কে সেই সহ-অভিনেতা? ছবিতে কম সময়ের জন্য পর্দায় ছিলেন তিনি, কিন্তু পরিচালক তাঁকে কথা দিয়েছিলেন - যতটুকু চরিত্রই হোক না কেন, তা আলাদা ছাপ ফেলে যাবে। এবং হলও তাই। এই চরিত্রটি করার পরই রাম গোপাল বর্মার থেকে ফোন আসে জ়াকিরের কাছে 'সরকার' ছবির জন্য। জীবনটাই পাল্টে যায়।
‘সরকার’, ‘জনি গদ্দার’, ‘সিংহাম রিটার্নস’-এর মতো ছবিতে উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের অভিনেতা জ়াকির হুসেন। ৯০-এর দশকের উল্লেখযোগ্য থিয়েটার শিল্পী তিনি। বড় পর্দায় প্রথম অভিনয়ের সুযোগ পেয়েছিলেন পরিচালক শ্রীরাম রাঘবনের ‘এক হাসিনা থি’ ছবিতে। কম সময়ের জন্য পর্দায় ছিলেন তিনি, কিন্তু পরিচালক তাঁকে কথা দিয়েছিলেন – যতটুকু চরিত্রই হোক না কেন, তা আলাদা ছাপ ফেলে যাবে। এবং হলও তাই। এই চরিত্রটি করার পরই রাম গোপাল বর্মার থেকে ফোন আসে জ়াকিরের কাছে ‘সরকার’ ছবির জন্য। জীবনটাই পাল্টে যায়।
‘এক হাসিনা থি’ ছবিতে অভিনয় করার সময় জ়াকিরের সঙ্গে ঘটে এক মনে রাখার মতো ঘটনা। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে জ়াকির জানিয়েছেন, একটি দৃশ্যে তাঁকে অন্তর্বাস পরে অভিনয় করতে হয়েছিল। এবং সেই সিনে তাঁকে নিজের আন্ডারওয়্যার পরতে দিয়েছিলেন সইফ আলি খান।
‘এক হাসিনা থি’ ছবিতে দুটি মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন উর্মিলা মাতোন্ডকর এবং সইফ আলি খান। সইফের চরিত্রের পিছনে পড়েছিল জ়াকির অভিনীত চরিত্রটি। দুটি ভাগ ছিল দৃশ্যের। একটিতে সইফের সঙ্গে ছিল জ়াকিরের সংলাপ বলা। অন্যটিকে উর্মিলা তাঁকে খুন করে। ডেটের সমস্যার কারণে পরে শুটিং করতে হয়েছিল দ্বিতীয় ভাগের। ট্র্যাক প্যান্ট এবং টি-শার্ট পরেছিলেন জ়াকির। পরিবর্তন করা হয় একটি বিষয়ের। জ়াকির বলেন, “সইফ পরামর্শ দিয়েছিলেন, আমি যদি বিনা পোশাকে থাকি ভাল হবে। তখন আমাকে তিনি জিজ্ঞেস করেছিলেন আন্ডারওয়্যার আছে কি না আমার। আমি বলেছিলাম, যেটা পরে আছি সেটাই আছে। তখন তিনি নিজের নতুন একটি আন্ডারওয়্যার দিয়ে বলেছিলেন, পরে ফেরত দিয়ে দিতে।”