Bigg Boss 2: ‘এটা পারিবারিক শো’, চুমু বিতর্কে মেজাজ হারিয়ে ‘বিগ বস ওটিটি’ ছাড়লেন সলমন খান?

Salman Khan: ৩০ সেকেন্ডের চুমু সলমন খানকে চটিয়ে দিল। বিগ বসের এক কনফারেন্সে সলমন খান তাই জানালেন, তিনি এই শো পরিবারের জন্যই রাখতে চান।

Bigg Boss 2: 'এটা পারিবারিক শো', চুমু বিতর্কে মেজাজ হারিয়ে 'বিগ বস ওটিটি' ছাড়লেন সলমন খান?
Follow Us:
| Edited By: | Updated on: Jul 02, 2023 | 11:59 AM

বিগ বস ওটিটিতে এবার সঞ্চালকের ভূমিকায় রয়েছেন সলমন খান। শেষবার এই রিয়্যালিটি শোয়ের সঞ্চালনা করেছিলেন করণ জোহার। তবে এবার সেই তালিকায় আর থাকলেন না পরিচালক তথা প্রযোজক। সে জায়গায় আবারও ফিরে আসলেন সলমন খান। অনেকেই বিগ বস-কে সলমন খানের নিজের রাজত্ব বলে কটাক্ষ করেন। সলমন খান যেভাবে সঞ্চালনা করেন, তা এক শ্রেণীর পছন্দ, আবার অপর শ্রেণীর কাছে বেশ অস্বস্তির বলে দাবি করে। অনেকেই তাঁর ব্যবহার নিয়ে প্রশ্নও তোলেন। যদিও সলমন খান এ বিষয়ে বিন্দুমাত্র কর্নপাত করতে নারাজ। সম্প্রতিতে এমন কী ঘটল, যার জন্য মেজাজ হারাতে বাধ্য হলেন ভাইজান।

বিগ বস-এর ঘরে কিছু না কিছু প্রসঙ্গে জল ঘোলা হতে থাকে নিত্যদিন। এবার বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিল চুম্বন। চুমু নিয়ে বেজায় সমস্যা সলমন খানের। শেষ সপ্তাহে বিগ বস-এর দুই প্রতিযোগী জাত হাদিত ও আকাঙ্খা পুরীর মধ্যে হওয়া একটি টাস্কে ৩০ সেকেন্ডের চুমু সলমন খানকে চটিয়ে দিল। বিগ বসের এক কনফারেন্সে সলমন খান তাই জানালেন, তিনি এই শো পরিবারকে উপহার দিতে চান। পরিবারের সকলে যেন একসঙ্গে দেখতে পারে। যদিও এটি অনলাইনে দেখা যাবে, তাও তিনি চান এটিকে পারিবারিক শো করেই রাখতে।

বিগ বস-এর এক ভিডিয়ো ক্লিপিংয়ে সলমন খানকে বলতে শোনা যায়, ‘আপনারা মনে করেন এই দৃশ্য এই সপ্তাহের হাইলাইট হয়ে থাকবে, এটা কি সত্যিই আপনাদের শিক্ষার পরিচয়. পারিবারিক মূল্য সংস্কৃতির কোনও দাম নেই। যা করেছ তার জন্য আমার কাছে ক্ষমা চাইবার কোনও প্রয়োজন নেই। আমি পাত্তাও দিই না। আমি এ বিষয়টা থেকে বেরিয়ে এসেছি। আমি শো ছাড়ছি।’ তবে সত্যিই সলমন খান ছেড়ে চলে যাবেন, নাকি চ্যানেলের পক্ষ থেকে আবারও তাঁকে ফিরিয়ে আনা হবে তা নিয়ে এখন ধোঁয়াশা ভক্ত মহলে। সলমন খান অতীতেও এই সিদ্ধান্ত একাধিকবার নিয়েছেন, তবে চ্যানেলের তৎপরতায় তিনি আবারও ফিরে এসেছেন। এখন দেখার এবার কী হয়।