AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sara Ali Khan: পরনে সাদা শাড়ি, ম্লান নজরে সারার এ কোন লুক?

Viral Post: সারা আলি খান বরাবরই শিব ভক্ত। তাই তাঁর কমেন্ট শেষ করলেন তিনি জয় ভোলানাথ, দিয়েই। মাঝে মধ্যেই তাঁকে ভোলেনাথকে পুজো দিতে দেখা যায়।

Sara Ali Khan: পরনে সাদা শাড়ি, ম্লান নজরে সারার এ কোন লুক?
| Edited By: | Updated on: May 02, 2023 | 5:01 PM
Share

সদ্য মুক্তি পেয়েছে গ্যাসলাইট ছবি। ওটিটি-তে সারা আলি খানের এই ছবি দর্শকদের বেশ নজর কাড়ে। তবে কোথাও গিয়ে যেন সারার এই চেনা লুকের বাইরে অভিনয় খুব একটা ব্যবসা জমাতে পারল না। গ্যাসলাইট একশ্রেণির কাছে প্রশংসিত হলেও, বেশ কিছুটা সমালোচনার মুখেও পড়তে হয় তাঁকে। তবে এবার আরও এক সিরিয়াস চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেন তিনি। ছবির নাম, অ্যায় ওয়াতান মেরে ওয়াতান। এই ছবিতে দেখা যাবে এবার অভিনেত্রী সারা আলি খানকে। শুটিং শেষ হতেই শেয়ার করলেন ছবির লুক। পরিচালনা করেছেন কন্নন আইয়ার। তবে বড়পর্দায় নয়, ছবি মুক্তি পেতে চলেছে ওটিটি মাধ্যমে।

সারা ছবির সেট থেকে তিন ছবি শেয়ার করে লিখলেন, ‘এমন ভাবে বাঁচো যেন এটাই তোমার শেষদিন। এমন ভাবে শেখো যেন তুমি চিরকাল বেঁচে থাকবে।’ মহাত্মা গান্ধীর এই বাণী শেয়ার করে আবেগে ভাসলেন তিনি। সঙ্গে ধন্যবাদও জানালেন ছবির নির্মাতা সংস্থাকে। ধন্যবাদ জানালেন ছবির পরিচালককেও। লিখলেন, ‘ধন্যবাদ কন্নন স্যার আমায় এই চরিত্রটিতে নির্বাচন করার জন্য। এই চরিত্র শক্তি, সম্ভ্রম এবং প্যাশনের মিলণে সৃষ্টি। এই ছবি চিরকাল আমার হয়ে রয়ে যাবে।’

সারা আলি খান বরাবরই শিব ভক্ত। তাই তাঁর কমেন্ট শেষ করলেন তিনি জয় ভোলানাথ, দিয়েই। মাঝে মধ্যেই তাঁকে ভোলেনাথকে পুজো দিতে দেখা যায়। শিবরাত্রী পালন করে হয়েছিলেন কটাক্ষের শিকারও। যদিও সারা আলি খান এসকল বিষয় থেকে নিজেকে দূরেই রাখা পছন্দ করেন। সারা আলি খান একটি ভারী চরিত্রের জন্য বেশকিছু বছর ধরেই মুখিয়ে ছিলেন। এবার তাঁর সেই ইচ্ছেপূরণ ঘটল। তাঁর লুক ইতিমধ্যেই প্রশংসিত। এখন দেখার ছবির চরিত্রের দাপটে তিনি ঠিক কতটা নজর কাড়তে পারেন।