Bigg Boss OTT: শমিতা-রাকেশের সম্পর্কে ভাঙন? প্রকাশ্যে দুই প্রতিযোগীর দ্বন্দ্ব

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Sep 17, 2021 | 11:31 PM

Bigg Boss OTT: সদ্য রাকেশের জন্য আত্মত্যাগের নমুনা দেখিয়েছেন শমিতা। নিজেকে বাতিল হওয়ার দৌড়ে মনোনীত করেছেন। পরিবারের পাঠানো চিঠিও ছিঁড়ে ফেলতে দেখা যায় নায়িকাকে।

Bigg Boss OTT: শমিতা-রাকেশের সম্পর্কে ভাঙন? প্রকাশ্যে দুই প্রতিযোগীর দ্বন্দ্ব
রাকেশের সঙ্গে ঝামেলার মুহূর্তে শমিতা।

Follow Us

কখনও অনস্ক্রিন আদর, কখনও বা আত্মত্যাগ- বিগ বস ওটিটি-র ঘরে শমিতা শেট্টি এবং রাকেশ বাপটার সম্পর্ক প্রেমের রঙে রঙিন ছিল এতদিন। কিন্তু সদ্য প্রকাশিত একটি প্রোমোতে দুই প্রতিযোগীর মধ্যে ঝগড়ার ইঙ্গিত পাওয়া গেল। তা দেখে এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় অনুরাগীদের একাংশ।

সদ্য রাকেশের জন্য আত্মত্যাগের নমুনা দেখিয়েছেন শমিতা। নিজেকে বাতিল হওয়ার দৌড়ে মনোনীত করেছেন। পরিবারের পাঠানো চিঠিও ছিঁড়ে ফেলতে দেখা যায় নায়িকাকে। সে সময় রাকেশ কেঁদেও ফেলেছিলেন। কিন্তু পরবর্তীতে তাঁদের মধ্যে সমস্যা তৈরি হয়। প্রোমো দেখা যাচ্ছে শমিতা চিৎকার করে রাকেশকে বলছেন, ‘তুমি এত সহজে বলে দিলে আর খেলবে না, আমিও আগামীকাল থেকে খেলব না।’ দুজনেই মাইক্রোফোন খুলে ফেলতে দেখা যায়।

সোশ্যাল মিডিয়ায় এই প্রোমো দেখে অনুরাগীদের একাংশ মনে করছেন, শমিতা-রাকেশের সম্পর্ক নিয়ে এত আলোচনা হয়েছে যে তাঁদের নাকি ‘নজর’ লেগে গিয়েছে! তাঁদের জুটি ভেঙে যাক, এটা কেউই চান না। কিন্তু বিগ বস-এর অন্দরে এই সম্পর্কের ভবিষ্যৎ কি সেটাই হতে চলেছে? সময় উত্তর দেবে।

বিগ বস-এর ঘরে যাওয়ার পর প্রথমেই শমিতা বলেছিলেন, আমার পরিবারের এক কঠিন সময়ে আমি এই শোয়ে এসেছি। যত দিন এগোচ্ছে, বিগ বসের বাড়ি যেন রণক্ষেত্রের চেহারা নিচ্ছে। লাইমলাইটে থাকছেন শমিতা। বলেছিলেন, “সময় ভাল হোক বা খারাপ, যদি নিঃশ্বাস নেওয়া আমরা বন্ধ না করি তাহলে কাজ কেন ছাড়ব?” তিনি আরও বলেছিলেন, “বিগবসের অফার আমি অনেকদিন আগেই পেয়েছিলাম। আমি ওদের বলেওছিলাম রিয়ালিটি শো’য়ে অংশ হতে চাই। কিন্তু তারপর কত কিছুই না হয়ে গেল। ভেবেছিলাম বিগ বসের ঘরে আর আমি প্রবেশ করব না। কিন্তু একবার যখন বলে দিয়েছি, তখন সেখান থেকে মুখ ফেরানো উচিত নয়।”

তবে মুম্বইয়ের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, শমিতা ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, বিগ বস ওটিটির কোনও অফারই শমিতার কাছে ছিল না। শো অন এয়ার হওয়ার চার দিন আগে তাঁর কাছে নাকি প্রস্তাব পৌঁছয়। শো’য়ে প্রবেশের ঠিক এক দিন আগে হ্যাঁ বলেন শমিতা। সেই সূত্রের দাবি, প্রযোজক ও চ্যানেল ভেবেছিলেন শো’র টিআরপি বাড়াতে শমিতাকেই তুরুপের তাস মনে করেছেন তাঁরা। বিগবস এমন এক শো যেখানে প্রকাশ্যে চলে আসে ব্যক্তিগত জীবনের নানা খুঁটিনাটি। প্রকাশ পেয়ে যায় নানা না বলা কথা। শমিতার জীবন জুড়ে চলা বিতর্ক বর্তমান সময়ে শো’র টিআরপি বাড়ানোর সহায়ক হবেই বলে মনে করেছেন। কী বলা যায় একে? পাব্লিসিটি স্টান্ট? যদিও সূত্রের এই বক্তব্যের সঙ্গে শমিতার বক্তব্যের কোনও মিল নেই।

রাকেশ-শমিতার মতো আরও অনেক কানেকশন তৈরি হয়েছে বিগ বসের বাড়িতে। মুসকান জাট্টানা-নিশান্ত ভাট, দিব্যা আগরওয়াল-জিশান খানের কানেকশন নিয়ে ইতিমধ্যেই কথা শুরু হয়েছে। অন্যদিকে কিছু কানেকশন ভেঙেও যাচ্ছে। অক্ষরা সিংয়ের সঙ্গে কানেকশন ভেঙে দিয়েছেন প্রতীক সেজাপাল। নতুন কানেকশন তৈরি করেছেন নেহা ভাসিনের সঙ্গে। এদিকে নেহাকে ডিচ করেছে মিলিন্দ গাবা। তাঁর সঙ্গে কানেকশন তৈরি করেছেন অক্ষরা।

আরও পড়ুন, রাজর্ষির ২০ বছরের পুরনো জেদ পূর্ণ হল কনীনিকার সাহচর্যে!

Next Article