‘নিশান্ত একবার সীমা লঙ্ঘন করেছিল’, পুরনো বিতর্কের জের টানলেন শমিতা

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Aug 12, 2021 | 8:57 AM

Shamita Shetty Bigg Boss OTT: এর আগে প্রতীক সেজপালের সঙ্গে খাবার নিয়ে সমস্যা তৈরি হয় শমিতার। সে সময় ঝামেলা মেটাতে এগিয়ে আসেন নিশান্ত।

‘নিশান্ত একবার সীমা লঙ্ঘন করেছিল’, পুরনো বিতর্কের জের টানলেন শমিতা
শমিতা শেট্টি এবং নিশান্ত ভাট।

Follow Us

প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে শুরু হয়েছে বিগ বস। আক্ষরিক অর্থেই যে কোনও সময় এই শো দেখতে পাবেন দর্শক। শুরুতেই বড় ঝামেলায় জড়িয়েছিলেন শিল্পা শেট্টির বোন শমিতা শেট্টি। ইতিমধ্যেই রাজ কুন্দ্রা পর্ন কাণ্ডে গ্রেফতার হওয়ার পর পারিবারিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে শেট্টি পরিবার। এই পরিস্থিতিতে শমিতার উপর সকলের নজর রয়েছে। এ বার বিগ বস-এরই এক প্রতিযোগী নিশান্ত ভাট-এর সঙ্গে পুরনো বিবাদের প্রসঙ্গ টেনে আনলেন তিনি।

এর আগে প্রতীক সেজপালের সঙ্গে খাবার নিয়ে সমস্যা তৈরি হয় শমিতার। সে সময় ঝামেলা মেটাতে এগিয়ে আসেন নিশান্ত। পরে আরও এক প্রতিযোগী দিব্যা আগরওয়ালের সঙ্গে এ নিয়ে আলোচনার সময় শমিতা জানান, নিশান্তকে এই শোয়ে অংশ নেওয়ার আগে থেকেই চিনতেন। তবে ব্যক্তি পরিচয় ছিল না।

শমিতা বলেন, ‘একটা ঘটনা ঘটেছিল। আমি তার উল্লেখ করতে চাই না। কিন্তু সেটাতে নিশান্ত নিজের সীমা লঙ্ঘন করেছিল। আমি ওই ঘটনার পর ওকে বলেছিলাম, যা করেছে ভুল করেছে। তারপর থেকে ও আর আমার সঙ্গে কথা বলত না। আমি ওর সঙ্গে দূরত্ব বজায় রাখতে চেয়েছি। কারণ ওই ঘটনার কথা আর মনে করতে চাই না। ওই সময়ে ওর সঙ্গে দেখা হলে রিঅ্যাক্ট করে ফেলতাম, সেটা জানি।’

নিশান্ত পেশায় একজন কোরিওগ্রাফার। মঞ্চে বিভিন্ন ডান্স ফর্ম কোরিওগ্রাফ করার সময় শমিতার সঙ্গে তাঁর আলাপ হয়। বিগবসের ঘরে ঢুকেই শমিতা রবিবার বলেছিলেন, “সময় ভাল হোক বা খারাপ, যদি নিঃশ্বাস নেওয়া আমরা বন্ধ না করি তাহলে কাজ কেন ছাড়ব?” বলেছিলেন, “বিগবসের অফার আমি অনেক আগেই পেয়েছি। আমি তখনই ওঁদের বলে দিয়েছিলাম এই রিয়ালিটি শো’য়ে অংশ নেওয়ার কথা। কিন্তু তার পর এত কিছু হয়ে গেল ভেবেছিলাম বিগ বসের ঘরে আমি প্রবেশ করব না। কিন্তু একবার যখন বলে দিয়েছি তখন সেখান থেকে মুখ ফেরানো উচিত নয়।” অর্থাৎ শমিতার বক্তব্য অনুযায়ী, পরিবারের উপর ঝড় ওঠার আগেই নাকি বিগবসে যাওয়া মনস্থির করে ফেলেছিলেন তিনি।

তবে মুম্বইয়ের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, শমিতা ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, বিগ বস ওটিটির কোনও অফারই শিল্পার কাছে ছিল না। শো অন এয়ার হওয়ার চার দিন আগে তাঁর কাছে নাকি প্রস্তাব পৌঁছয়। শো’য়ে প্রবেশের ঠিক এক দিন আগে হ্যাঁ বলেন শমিতা। সেই সূত্রের দাবি, প্রযোজক ও চ্যানেল ভেবেছিলেন শো’র টিআরপি বাড়াতে শমিতাকেই তুরুপের তাস মনে করেছেন তাঁরা। বিগবস এমন এক শো যেখানে প্রকাশ্যে চলে আসে ব্যক্তিগত জীবনের নানা খুঁটিনাটি। প্রকাশ পেয়ে যায় নানা না বলা কথা। শমিতার জীবন জুড়ে চলা বিতর্ক বর্তমান সময়ে শো’র টিআরপি বাড়ানোর সহায়ক হবেই বলে মনে করেছেন। কী বলা যায় একে? পাব্লিসিটি স্টান্ট? যদিও সূত্রের এই বক্তব্যের সঙ্গে শমিতার বক্তব্যের কোনও মিল নেই।

আরও পড়ুন, কাশ্মীরে প্রেমের সম্পর্ক সেলিব্রেট করছেন অভিকা, সঙ্গী কে?

Next Article