কাশ্মীরে প্রেমের সম্পর্ক সেলিব্রেট করছেন অভিকা, সঙ্গী কে?
Avika Gor: “অবশেষে আমার প্রার্থনার ফল মিলেছে। আমার জীবনের ভালবাসার মানুষকে আমি খুঁজে পেয়েছি!” ঠিক এভাবেই সোশ্যাল মিডিয়ায় নিজের প্রেমিক মিলিন্দ চান্দওয়ানির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন অভিকা।
সম্পর্কের দু’বছর সম্পূর্ণ হল। সেই সেলিব্রেশনে কাশ্মীর পাড়ি দিয়েছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অভিকা গৌর এবং তাঁর বয়ফ্রেন্ড মিলিন্দ চান্দওয়ানি। এই মুহূর্তে জম্মু কাশ্মীরে একান্তে ছুটি কাটাচ্ছেন এই জুটি।
অভিকা লিখেছেন, ‘দু’বছর হল এই মানুষটাকে চিনি। আমার জীবন আনন্দ এবং ভালবাসায় পূর্ণ হয়ে রয়েছে তোমার জন্য। মিলিন্দ নিজের উপর বিশ্বাস রাখতে শেখানোর জন্য অনেক ধন্যবাদ। প্রতিটি দিন আমাকে উন্নতি করতে অনুপ্রাণিত করো। আমি আশীর্বাদধন্য। তোমার সঙ্গে প্রতিটি মুহূর্ত সেলিব্রট করব, কথা দিলাম। একই ছবি মিলিন্দও শেয়ার করেছেন।’
View this post on Instagram
“অবশেষে আমার প্রার্থনার ফল মিলেছে। আমার জীবনের ভালবাসার মানুষকে আমি খুঁজে পেয়েছি!” ঠিক এভাবেই সোশ্যাল মিডিয়ায় নিজের প্রেমিক মিলিন্দ চান্দওয়ানির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন অভিকা। মিলিন্দ পেশায় এনজিও ক্যাম্প ডায়রিজের প্রতিষ্ঠাতা । তাঁর স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে পিছিয়ে পড়া শিশুদের পড়াশোনার ব্যবস্থা করেন। রিয়ালিটি শো ‘রোডিজ’-এও এংশ নিয়েছিলেন মিলিন্দ। প্রেমে পড়লেও এখনই বিয়ের কথা ভাবছেন না এই জুটি। সোশ্যাল পোস্টে তা স্পষ্ট করে দিয়েছেন অভিকা।
২০০৮-২০১০ পর্যন্ত হিন্দি টেলিভিশন দর্শকের কাছে অভিকার পরিচয় ছিল ‘বালিকা বধূ’র কেন্দ্রীয় চরিত্র আনন্দী। তাঁর অভিনয়ের তুমুল প্রশংসা হয়েছিল দর্শক মহলে। পরবর্তীতে ‘শ্বশুরাল সিমর কা’, ‘রাজকুমার আরিয়ান’এর মতো প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন। ‘ঝলক দিখলা জা’ (সিজন ৫), ‘কিচেন চ্যাম্পিয়ন’ (সিজন ৫)-এর মতো রিয়ালিটি শো-তেও অংশ নিয়েছিলেন তিনি।
আরও পড়ুন, হ্যাপি বার্থডে সারা: কাদের সঙ্গে অভিনেত্রীর প্রেমের জল্পনা ছিল?