অভিনয় ছাড়াও শ্রুতির এই বিশেষ গুণের কথা জানতেন?
Shruti Das: শ্রুতিকে ভালবাসার মানুষও কম নেই। তাঁর কাজ, অভিনয় পছন্দ করেন এমন অনুরাগীর সংখ্যাও অগুণতি।
বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তাঁর অল্প দিনের কেরিয়ার। কিন্তু ইতিমধ্যেই দর্শকের দরবারে তিনি পরিচিত নাম। প্রথম ধারাবাহিকেই তাঁর জনপ্রিয়তা এসেছিল। এখন ‘দেশের মাটি’ ধারাবাহিকে তাঁর অভিনয় দেখছেন দর্শক। তিনি অর্থাৎ শ্রুতি দাস। অভিনয় ছাড়াও শ্রুতির আরও একটি গুণ রয়েছে। অন্তত সোশ্যাল মিডিয়ায় তার বহিঃপ্রকাশ দেখা যায়। তা কী জানেন?
আসলে শ্রুতি গান গাইতে ভালবাসেন। বিভিন্ন সময় ছোট ছোট করে তা অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন। সদ্য ফের শ্রুতির গান শোনার সুযোগ হল দর্শকের। তাঁর ইনস্টা পোস্ট দেখে দর্শকের অনুমান, কোথাও বেড়াতে গিয়েছেন। সেখানেই বন্ধুদের সঙ্গে বসে গানে মাতলেন তিনি। সঙ্গে রয়েছেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারও। শ্রুতি এবং স্বর্ণেন্দুর প্রেমের সম্পর্কের খবর টেলিভিশন ইন্ডাস্ট্রির সকলেই জানেন। তবে এই ট্রিপে আর কারা শ্রুতির সঙ্গী, তা এখনও স্পষ্ট নয়।
View this post on Instagram
স্বল্প কেরিয়ারেই তিনি যেন টেলিভিশন ইন্ডাস্ট্রির প্রতিবাদী মুখ হয়ে উঠেছেন। শুধু অভিনয় নয়। ট্রোলিং সামলেও শিরোনামে এসেছেন শ্রুতি। গায়ের রঙের জন্য তাঁকে নেট নাগরিকদের কটাক্ষ শুনতে হয় কেরিয়ারের প্রথম থেকেই। বহু দিন সহ্য করার পর অবশেষে দিন কয়েক আগে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। এই প্রতিবাদে সমাজের বহু বিশিষ্ট মানুষকে পাশে পেয়েছেন। শ্রুতিকে ভালবাসার মানুষও কম নেই। তাঁর কাজ, অভিনয় পছন্দ করেন এমন অনুরাগীর সংখ্যাও অগুণতি। তাঁদের কথা ভেবে এবং নিজের ভবিষ্যতের জন্য প্রতিদিন নিজের পারফরম্যান্স আরও উন্নত করার প্রয়াস থাকে অভিনেত্রীর।
আরও পড়ুন, রাজের সঙ্গে ২০১৯-এর ছবি শেয়ার শার্লিনের, ওই দিন কী হয়েছিল?