Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাজের সঙ্গে ২০১৯-এর ছবি শেয়ার শার্লিনের, ওই দিন কী হয়েছিল?

Sherlyn Chopra on Raj Kundra: শার্লিন মনে করেন, আইন সকলের মেনে চলা উচিত। যাঁরা পর্নোগ্রাফি দেখছেন, তাঁদেরও দোষ রয়েছে বলে মনে করেন তিনি।

রাজের সঙ্গে ২০১৯-এর ছবি শেয়ার শার্লিনের, ওই দিন কী হয়েছিল?
শার্লিন এবং রাজ। ছবি: টুইটার থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2021 | 6:59 AM

পর্ন ভিডিয়ো তৈরি এবং একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করার অভিযোগে অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রা গ্রেফতার মামলায় ইতিমধ্যেই মডেল শার্লিন চোপড়াকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ। তাঁকে কী কী প্রশ্ন করা হয়েছে, তা প্রকাশ্যে জানিয়েছেন শার্লিন। সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করেন, তিনিই নাকি প্রথম ব্যক্তি যিনি মুম্বই ক্রাইম ব্রাঞ্চে নিজে গিয়ে রাজের বিরুদ্ধে তথ্য দিতে চেয়েছেন। এই আবহে রাজের সঙ্গে নিজের পুরনো একটি ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করলেন শার্লিন। যা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

শার্লিনের টুইট থেকে জানা গিয়েছে, গত ২৯ মার্চ, ২০১৯-এ ওই ছবি তোলা হয়েছিল। তাঁর নিজস্ব অ্যাপ ‘দ্য শার্লিন চোপড়া অ্যাপ’-এর প্রথম দিনের শুটিংয়ে রাজের সঙ্গে নিজের ওই ছবি তুলেছিলেন তিনি। আর্মসপ্রাইম ওই শুট অ্যারেঞ্জ করেছিল। সেই প্রথম কোনও অ্যাপের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শার্লিন। তাই নতুন কাজ নিয়ে যথেষ্ট উত্তেজিত ছিলেন।

শার্লিন মনে করেন, আইন সকলের মেনে চলা উচিত। যাঁরা পর্নোগ্রাফি দেখছেন, তাঁদেরও দোষ রয়েছে বলে মনে করেন তিনি। যে মেয়েরা রাজের অ্যাপে কাজ করেছেন, তাঁরাও ভারতে আইনত পর্নোগ্রাফি যে নিষিদ্ধ, তা হয়তো জানতেন না বলে মনে করেন শার্লিন। তাঁর কথায়, “রাজের সম্মতি ছাড়া কোনও মহিলা ওই অ্যাপে কাজ করতে পারেন না, এটা সত্যি। কিন্তু যাঁরা কাজ করেছেন, তাঁদের সম্ভবত ভুল বোঝানো হয়েছিল। পর্নোগ্রাফি নিয়ে ভারতের আইন সম্পর্কে তাঁরা জানতেন না বলেই মনে হয়। সে কারণেই অনুরোধ করছি, যারা এর শিকার সকলে এগিয়ে আসুন, কী ভাবে তাঁদের অফার করা হয়েছিল গোটা দুনিয়ার সামনে জানান।”

ইতিমধ্যেই এই মামলায় আর্মসপ্রাইম মিডিয়া প্রাইভেট লিমিটেডের প্রধান সৌরভ কুশওয়াহাকে ডেকে পাঠায় মুম্বই পুলিশ। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। গোটা মামলায় পরোক্ষে রাজ এবং শিল্পাকে সমর্থন করার জন্য অভিনেত্রী রাখি সাওন্তের সমালোচনা করেছেন শার্লিন। তাঁর কথায়, “রাখি সাওন্তের মতো যাঁরা এই ঘটনায় অত্যন্ত সাধারণ মন্তব্য করছেন, তাঁদের বোঝা উচিত আসল তথ্য না জেনে এমন মন্তব্য করা যায় না।”

আরও পড়ুন, হতাশ হলে কী ভাবে তা থেকে বেরিয়ে আসেন শ্রীলেখা মিত্র?