Rakhi-Sherlyn: শার্লিন চোপড়া সম্পর্কে এবার এ কি অভিযোগ আনলেন রাখী সাওয়ন্ত!
Rakhi-Sherlyn: অভিযোগ, পাল্টা অভিয়োগের পালা চলছে রাখি এবং শার্লিন চোপড়ার মধ্যে। সাজিদ খানের সমর্থনে কথা বলেছিলেন রাখি, সেই নিয়ে শার্লিন তাঁর নিন্দা করেন।
ব্ল্যাকমেল করার জন্য শার্লিন চোপড়া সেলিব্রিটিদের সঙ্গে অশ্লীল ভিডিয়ো শুট করেন, অভিযোগ রাখি সাওয়ন্তের। অভিযোগ, পাল্টা অভিয়োগের পালা চলছে রাখি এবং শার্লিন চোপড়ার মধ্যে। সাজিদ খানের সমর্থনে কথা বলেছিলেন রাখি, সেই নিয়ে শার্লিন তাঁর নিন্দা করেন। রাখির মতে, সাজিদ যে কাজ করেছেন তার জন্য যথেষ্ট শাস্তি ভোগ করেছেন, করছেন। প্রায় ১০ জন মহিলা সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। যার মধ্যে শার্লিনও আছেন। সলমন খান সঞ্চালিত বিগ বস ১৬-তে অংশ নিয়েছেন সাজিদ। সেই নিয়ে শো-এর নির্মাতাদের কাছে দাবি জানিয়েছিলন সাজিদকে শো থেকে বের করার। সেই সময় রাখি পাশে দাঁড়ান সাজিদের। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাখি তাঁর সম্পর্কে শার্লিন যে আপত্তিকর কথা বলেছে তার নিন্দা করেন। অতীতে অভিনেত্রী কীভাবে মধুচক্রের সঙ্গে যুক্ত থাকার জন্য ধরা পড়েছেন, সেই কথাও মনে করিয়েছেন রাখি।
তিনি অভিযোগ করেন, শার্লিন সেলিব্রিটি, রাজনীতিবিদদের সঙ্গে নিজেই ঘনিষ্ট হয়ে আপোষমুলক ভিডিয়ো শুট করেন। পরে তাঁদের সেই নিয়ে ব্ল্যাকমেল করেন। রাখির অভিযোগে শার্লিনও পাল্টা জবাব দিয়েছেন যে, তাঁর ভাষা খুব খারাপ। পাঁচতারা হোটেলে ইভেন্ট আয়োজন করে সেখানে হাজির থাকেন। তাঁর আরও অভিযোগ রাখী স্বামী এবং বয়ফ্রেন্ড পরিবর্তন করে তাঁদের সঙ্গে চুক্তির ভিত্তিতে সেখানে থাকেন।
সাজিদকে নিয়ে রাখি এবং শার্লিনের এই লড়াই চলছে তো চলছেই। নেটিজ়েনরা অপেক্ষায় রয়েছেন, কতদিন পর্যন্ত এমন এই অভিযোগের লড়াই চলে দেখার জন্য। এরপর তাঁরা মুখোমুখি লড়াইতে নামবেন কি না, আর নামলে কতদিন পর্যন্ত তা চলবে সেটা জানতেও আগ্রহী। এটা থামার কথা এখনও পর্যন্ত কেউ ভাবছেন না আপাতত। তাঁদের এই একে অপরের প্রতি নোংরা মন্তব্য নিয়ে সকলেই বিরক্ত। কিন্তু রাখী বা শার্লিনের এই নিয়ে কোনও মাথাব্যথা নেই। তাঁরা তাঁদের লড়াই চালিয়ে যাচ্ছেন। আশা যাবেনও।