Shilpa Shetty: কখনও সম্পর্ক, কখনও স্বামী, বারবার ট্রোলের শিকার শিল্পা এবার দিলেন স্পষ্ট জবাব

Trolling: একদিকে যেমন এই অভিনেত্রীর ফিটনেস ফিগার অভিনয়ে ঘিরে প্রশংসার বন্যা বয়ে যায়, আবার নেট দুনিয়ায় তেমনই আবার ট্রোলিং বিন্দুমাত্র কিছু ছাড়ে না। ট্রোলিং যেন বর্তমানে সেলেবদের জীবনে এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। কেউ গুরুত্ব দেয় কেউ আবার পাশ কাটি নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকেন।

Shilpa Shetty: কখনও সম্পর্ক, কখনও স্বামী, বারবার ট্রোলের শিকার শিল্পা এবার দিলেন স্পষ্ট জবাব
Follow Us:
| Edited By: | Updated on: Sep 25, 2023 | 6:17 PM

শিল্পা শেট্টি, কেরিয়ারের শুরু থেকেই একের পর এক ভাল ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। যদিও একটা সময় পর বড় পর্দা থেকে বেশ কিছুটা সরে যান তিনি। বিনোদন জগতের বিগ ফ্যাট পার্টি হোক কিংবা রিয়্যালিটি শো-এর মঞ্চ, নিত্যদিন তাঁর দেখা মিললেও ছবি ছিল না শিল্পা শেট্টির ঝুলিতে। মাঝে হাঙ্গামা টু ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। যদিও সে ছবি বক্স অফিসে খুব একটা জায়গা করে নিতে পারেনি। বর্তমানে তিনি রোহিত শেট্টির সঙ্গে পুলিশ সিরিজে কাজ করছেন। এ প্রজেক্ট তাঁর কাছে স্বপ্নের মত, বারবার শিল্পা শেট্টি জানিয়ে দিয়েছেন। দর্শকরা এবার তাঁকে এক অন্য মেজাজে পেতে চলেছেন।

তবে একদিকে যেমন এই অভিনেত্রীর ফিটনেস ফিগার অভিনয়ে ঘিরে প্রশংসার বন্যা বয়ে যায়, আবার নেট দুনিয়ায় তেমনই আবার ট্রোলিং বিন্দুমাত্র কিছু ছাড়ে না। ট্রোলিং যেন বর্তমানে সেলেবদের জীবনে এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। কেউ গুরুত্ব দেয় কেউ আবার পাশ কাটি নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকেন। এই দ্বিতীয় তালিকায় পড়েন শিল্পা শেট্টি। তাঁর স্বামী রাজ কুন্দ্রা যখন পর্ন কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন কম কটাক্ষের শিকার হতে হয়নি শিল্পাকে। যদিও হাসি মুখে সবটাই সামলে ছিলেন তিনি। থেমে থাকেনি তাঁর কাজ। সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুলে শিল্পা জানান, বরাবরই তিনি এই বিষয়টাকে এড়িয়ে যেতেই পছন্দ করেন। ট্রোল কটাক্ষ সমালোচনা জীবনে বাড়তি কিছু এনে দেয় না, বরং অযথা ভাবিয়ে তোলে।

শিল্পার কথায় তাই তিনি এই অপ্রয়োজনীয় বিষয়গুলোকে কখনও-ই গুরুত্ব দেন না। তিনি মনে করেন তাঁর ভক্তরা তাঁকে চেনেন তাঁর ভাল মন্দ বিচার করার অধিকারও তাঁদের রয়েছে, কিন্তু কিছু একপেশে মন্তব্য যা কেবলই কটাক্ষ করার উদ্দেশ্যে লেখা সেগুলোকে পাত্তা না দেওয়াই ভাল। সম্প্রতি গণেশ পূজোয় বেশ চর্চার কেন্দ্রে উঠে এসেছিলেন শিল্পা। যেভাবে ধুমধাম করে তিনি বাড়িতেই গণপতি বিসর্জনের আয়োজন করেছিলেন তা এক কথায় নেট দুনিয়ায়  ভাইরাল। সকলের সঙ্গে নাচ আনন্দ করে, উৎসবে মিষ্টি বিতরণ, সবটাই ছিল সেদিন শিল্পার তালিকায়। তাঁর সঙ্গে পাল্লা দিয়ে দিন উৎসব সেলিব্রেশনে মেতে উঠেছিলেন রাজ কুন্দ্রাও।