Best Actress OTT: দেবের হাত থেকে পুরস্কার নিলেন শুভশ্রী, কী বললেন অভিনেত্রী?
Best Actress: সেরা অভিনেত্রী ওটিটি সিরিজ়, মনোনয়ন পেয়েছিলেন-- শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শতাক্ষ্মী নন্দী, ইশা সাহা ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনেতা দেব ও শিবপ্রসাদের হাত থেকে পুরস্কার নিলেন শুভশ্রী।
টিভি ৯ বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড শোয়ে উপস্থিত একঝাঁক তারকা। টিভি ও ওটিটি মাধ্যমের সবথেকে বড় অ্যাওয়ার্ড শোয়ে এবার সেরার সেরা পুরস্কার পর্ব সমাগত। বর্তমানে একের পর এক ভাল ওটিটি সিরিজ বাংলার বুকে মুক্তি পাচ্ছে। একে অন্যকে টেক্কা দিয়ে অভিনয়ে তাক লাগাচ্ছেন অভিনেত্রীরা। তালিকায় ইন্দুবালা ভাতের হোটেল থেকে শুরু করে শ্বেতকালী, রয়েছে একাধিক বাঘাবাঘা সিরিজড। তবে সেরার পুরস্কারটি নিজের দখলেই রাখলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইন্দুবালা ভাতের হোটেল, এই সিরিজের মাধ্যমেই ওটিটি দুনিয়ায় হাতেখড়ি হয়েছে অভিনেত্রীর, আর তাতেই তাক লাগালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ফলে প্রতিদ্বন্দীদের পিছনে ঠেলে এই পুরস্কার জিতে নিলেন তিনি।
এই পুরস্কারটি শুভশ্রীর হাতে তুলে দেওয়ার জন্য মঞ্চে উপস্থিত হন অভিনেতা তথা সাংসদ দেব ও পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সেরা অভিনেত্রী ওটিটি সিরিজ়, মনোনয়ন পেয়েছিলেন– শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শতাক্ষ্মী নন্দী, ইশা সাহা ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনেতা দেব ও শিবপ্রসাদের হাত থেকে পুরস্কার নিলেন শুভশ্রী। হাসি মুখে পুরস্কার হাতে নিয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায় বললেন- ‘বেশি সময় নেব না, কিছু মানুষকে ধন্যবাদ জানাব। ধন্যবাদ TV9 বাংলাকে, শ্রীকান্তদা, মণিদা, আমার পরিচালক দেবালয়, ধন্যবাদ আমার ওপর ভারসা রাখার জন্য। অবশ্যই আমার গোটা টিমকে ধন্যবাদ জানাব। রম্য, সোমনাথদা, কল্লোলদা, সোহিনীদি, আর সত্যি যাঁদের ছারা আমি মন দিয়ে চরিত্রটা করতে পারতাম না, আমার ভীষণ সাপোর্টিভ স্বামী ও আমার পুত্র ইউভান।’
;