চারিদিকে মাস্কে ঢাকা মুখ। যত্রতত্র বিধিনিষেধ, সামাজিক দূরত্ব বজায়ের কড়া নিয়ম। আর এসব দেখতে দেখতেই বিরক্ত কমেডিয়ান-অভিনেতা সুনীল গ্রোভার। মাস্কে ঢাকা মুখ আর দেখতে চান না তিনি। অপেক্ষা করছেন সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাওয়া নিয়ে।
এক সাক্ষাৎকারে সুনীল বলেন, “আমি চাই এই প্যান্ডেমিক চলে যাক, আবার আগের মতো ১২ ঘণ্টা শুট করতে চাই আমি। আর তার চেয়েও বেশি চাই মাস্কবিহীন মুখ দেখতে। এই মাস্ক পরা মুখ দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। আমি তাঁদের সত্যিকারের মুখ দেখতে চাই”। সুনীল আরও জানান, এই প্যান্ডেমিকের সময়ে স্পর্শ তথা ‘ব্যক্তিগত ছোঁয়া’ প্রতিটি মানুষের জীবন থেকে উধাও হয়ে গিয়েছে।
সুনীল যোগ করেন, এই মুহূর্তে তিনি যাঁদের সঙ্গে কাজ করছেন তাঁদের অনেকেরই সত্যিকারের মুখ তিনি দেখতে পারেননি, কারণ। সে খানেও সেই মাস্ক। তাঁর কথায়, “যখন প্যান্ডেমিক শেষ হয়ে যাবে তখন হয়তো ওই মানুষগুলোকে চিনতেও পারব না। কারণ মাস্ক ছাড়া তাঁদের আমি দেখিনি তো।” তাঁদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে ঠিকই, কিন্তু তাঁদের আসল ‘রূপ’ দেখার সৌভাগ্য হয়নি তাঁর, সৌজন্যে সেই মাস্কই।
এই নিয়ে এক ঘটনার কথাও শেয়ার করেছেন তিনি। সুনীল জানান, ‘সানফ্লাওয়ার’-এর শুটিং করছিলেন তিনি। হঠাৎই এক ব্যক্তি এসে তাঁকে একটি শটের জন্য অভিবাদন জানান। সুনীলও তাঁকে ধন্যবাদ জানিয়ে জিজ্ঞাসা করেন, তিনি কোন ডিপার্টমেন্টের রয়েছেন? লোকটি সুনীলের মুখের দিকে হাঁ করে তাকিয়ে থেকে বলেন, তিনি সুনীলের হেয়ার স্টাইলিস্ট। গত দু’মাস ধরে তিনিই সুনীলের যাবতীয় দায়িত্ব নিয়েছেন। সুনীলের কথায়, “ওই প্রথম বার ওকে মাস্ক ছাড়া দেখি, চা খাচ্ছিল, তাই চিনতেই পারিনি। যেই মাস্ক পরল তখন চিনতে পারলাম।”
কিছুদিন আগে ওয়েব সিরিজ ‘তাণ্ডব’-এ সুনীলের কাজ প্রশংসিত হয়েছে। তার আগে ‘পটাকা’ ছবিতে অন্য ধরনের চরিত্রে অভিনয় করেছেন। টেলিভিশনের বাইরে বড় পর্দায় অন্য রকমের সুযোগ পাচ্ছেন বলে মনে করেন সুনীল। ভেঙেছেন কমেডিয়ান ইমেজও। সদ্য সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল বলেন, “টেলিভিশনের ক্ষেত্রে একটা চরিত্রে সারা বছর ধরে অভিনয় করতে হয়। লম্বা গল্প থাকে। ফলে চরিত্রের একরকম গ্রাফ তৈরি হয়ে যায়। আমি সেটাতে অভ্যস্ত। ছবির জগৎটা আমার কাছে নতুন। যদিও দুই জায়গাতেই অভিনয় করতে ভাল লাগে আমার। যা যা অভিজ্ঞতা হয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। জীবনের নতুন এই পর্বটা উপভোগ করছি।”
সুনীল আরও জানান, আগে যে সব চরিত্রে অভিনয় করতেন, তাতে কোনও পরিকল্পনা থাকত না। কারণ অন্য কিছু করতে চেয়েছিলেন, আর অন্য কিছু করেছেন। তাঁর কথায়, “বহু বছর ধরে কমেডিয়ান হিসেবে পরিচিত হয়েছি। সেই ইমেজ ভাঙাটা চ্যালেঞ্জ ছিল। অন্য ভাবে, অন্য চরিত্রে দর্শক গ্রহণ করবেন না, সেই ভয় ছিল। কিন্তু দর্শক ভালবাসা দিয়েছেন, আমি খুশি।”
গত ২৬ বছর ধরে শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। কিন্তু নিজেকে এখনও নিউ কামার মনে করেন সুনীল। তবে কাজের ধরন অনেক বদলেছে, সেটা স্বীকার করেন। কাজের ধরন বদলেছে, বদলেছে অনেক কিছুই, এই মাস্কেই বদল ঘটুক, সব আগের মতো হোক। আপাতত তাই কামনা সুনীলের।
আরও পড়ুন- কপিল শর্মার শো-তে থাকছেন সুমনা, তবে একেবারে অন্য অবতারে