One Mic Stand 2: ‘র‍্যাম্পে পড়ে যাওয়ার থেকেও স্ট্যান্ড আপ কমেডি অনেক বেশি ভয়ের’, উপলব্ধি সানির

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 26, 2021 | 6:48 PM

সানি ভয় পেলেও তাঁর পারফরম্যান্স বেশ পছন্দ হয়েছে দর্শকদের। সানির এই দিককে আবিষ্কার করে উচ্ছ্বসিত তাঁরাও। ওই সিজনে সানি লিওনি ছাড়াও রয়েছেন রাফতার, ফে ডি'সুজাসহ বিভিন্ন পেশার মানুষ।

One Mic Stand 2: র‍্যাম্পে পড়ে যাওয়ার থেকেও স্ট্যান্ড আপ কমেডি অনেক বেশি ভয়ের, উপলব্ধি সানির
সানি লিওনি।

Follow Us

ওয়ান মাইক স্ট্যান্ড নামক স্ট্যান্ড আপ কমেডি শো’য়ে অংশ নিয়েছেন সানি লিওনির। চেনা ছকের বাইরে গিয়ে চেখে দেখেছেন এক নতুন দুনিয়া। আর তাতেই তাঁর অনুভব র‍্যাম্পে পড়ে যাওয়ার থেকেও অনেক বেশি চাপের এই স্ট্যান্ড আপ কমেডি।

সানির কথায়, “আমি স্ট্যান্ড আপ কমেডি ভালবাসি। এ নিয়ে অনেক শো দেখেছি। দেখে মনে হয় কমেডিয়ান কি স্বাভাবিক ভাবে পারফর্ম করছে। কিন্তু মঞ্চে উঠলে বোঝা যায়, দর্শকের সঙ্গে কানেক্ট করা কতটা কষ্টের।” সানি যোগ করেন, “আমি সব সময় আমার অন্যরকম দিকগুলিও অনুরাগীদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। ওয়ান মাইক স্ট্যান্ডের প্রথম সিজন ব্যক্তিগত ভাবে বেশ উপভোগ করেছিলাম। বড় বড় ডায়লগ মনে রাখা একরকম আর লাইভ পারফর্ম করা আর এক রকমের অভিজ্ঞতা। র‍্যাম্পে পড়ে যাওয়ার থেকেও ভয়ঙ্কর। মনে করুক একটা জোক বললাম আর কেউ হাসল না, তখন!”

সানি ভয় পেলেও তাঁর পারফরম্যান্স বেশ পছন্দ হয়েছে দর্শকদের। সানির এই দিককে আবিষ্কার করে উচ্ছ্বসিত তাঁরাও। ওই সিজনে সানি লিওনি ছাড়াও রয়েছেন রাফতার, ফে ডি’সুজাসহ বিভিন্ন পেশার মানুষ।

‘ওয়ান মাইক স্ট্যান্ড’-এ এসে নিজের ব্যক্তিগত জীবনের কথাও শেয়ার করেছেন সানি। জানিয়েছেন স্বামী ড্যানিয়েললে ডেট করার আগে এক কমেডিয়ানকে ডেট করেছিলেন তিনি। সেই কমেডিয়ান হলেন রাসেল পিটার। সানি জানাচ্ছেন, রাসেল ও তিনি ভীষণ ভাল বন্ধু ছিলেন। কিন্তু হঠাৎ করেই ডেট করতে শুরু করেন। আর তাতেই সমস্যার সূত্রপাত। সম্পর্কে যাবতীয় রসায়ন ঘেঁটে ঘ। তাঁর কথায়, “আমরা দুজনেই ব্যাপারটা ঘেঁটে ফেলেছিলাম। আমরা ভীষণ ভাল বন্ধু ছিলাম। কেন যে ডেট করতে শুরু করলাম কে জানে! সবচেয়ে খারাপ কাজ হয়েছিল ওকে ডেট করা। যদি তা না করতাম তাহলে এখনও আমরা ভীষণ ভাল বন্ধু থাকতাম।” তাঁকে জিজ্ঞাসা করা হয়, রাসেল যে সব কমেডি করেন তার কোনও একটি টপিক সানিকে নিয়ে হয় কিনা। সানি জানান, তিনি শুনেছেন, রাসেলের বেশ কয়েকটি জোকের টপিক তিনি।

২০১১-এর ৯ এপ্রিল ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন সানি। তাঁদের তিন সন্তান রয়েছে। ছয় বছরের কন্যা সন্তানের নাম নিশা। রয়েছে তিন বছরের দুই যমজ পুত্র সন্তান– নোয়া ও আসের। তাঁদের স্বামী-স্ত্রীর সম্পর্ক বেশ মধুর।

আরও পড়ুন-Kriti Sanon: এ বার থেকে অমিতাভ বচ্চনের বাড়িতেই থাকবেন কৃতী শ্যানন

আরও পড়ুন- Desher Mati: এক একটা দৃশ্য শেষ হতে না হতেই ফ্লোরে কান্নাকাটি শুরু হয়ে যাচ্ছে: শ্রুতি দাস

Next Article