AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tamannaah Bhatia: ‘চুমুতে না’, ১৭ বছরের প্রতিজ্ঞা কার জন্য ভাঙলেন তামান্না?

Gossip: চিত্রনাট্যের চাহিদায় কোনওদিনই চুম্বনের দৃশ্যে কিংবা ঘনিষ্ট দৃশ্যে অভিনয় করবেন না। কেরিয়ারের ১৭ টা বছর তাঁর এই প্রতিজ্ঞা নিয়ে চলতে কোনও সমস্যা হয়নি।

Tamannaah Bhatia: 'চুমুতে না', ১৭ বছরের প্রতিজ্ঞা কার জন্য ভাঙলেন তামান্না?
| Edited By: | Updated on: Jun 24, 2023 | 7:30 PM
Share

অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন, যাঁরা পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে বিন্দুমাত্র স্বাচ্ছন্দ্যবোধ করেন না। প্রথম থেকেই তাঁরা এই পন্থা নিয়ে চলেন যে, কেরিয়ারে কখনও কারও সঙ্গে চুম্বন কিংবা কোনও ঘনিষ্ট দৃশ্যে অভিনয় করবেন না। যার মধ্যে অন্যতম নাম হল সলমন খান। এই তালিকায় থাকা আরও উল্লেখযোগ্য সেলেব নাম তামান্না ভাটিয়া। তিনি প্রথম থেকেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, চিত্রনাট্যের চাহিদায় কোনওদিনই চুম্বনের দৃশ্যে কিংবা ঘনিষ্ট দৃশ্যে অভিনয় করবেন না। কেরিয়ারের ১৭ টা বছর তাঁর এই প্রতিজ্ঞা নিয়ে চলতে কোনও সমস্যা হয়নি। যেমনটা শপথ করে ছিলেন সেভাবেই সবটা চলছিল সঠিক পথে। তবে হঠাৎই ঘটল ছন্দপতন।

এবার তামান্না ভাটিয়া নিজের সেই প্রতিজ্ঞা ভাঙলেন। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে গেল বোল্ড ক্লিপিং। লাস্ট স্টোরিস টু মুক্তি পেতে চলেছে ওটিটি-তে। সেখানেই একগুচ্ছ স্টারদের সঙ্গে অভিনয় করছেন তামান্না ভাটিয়া। তবে এই ছবিতে অন্তঃসঙ্গ দৃশ্যে দেখা গিয়েছে তাঁকে। বিপরীতে অভিনেতা বিজয় ভর্মা। এই প্রথম ছবি, যেখানে তামান্নাকে এভাবে পেলেন ভক্তরা। কেরিয়ারের শুরু থেকেই এই বিষয়ে স্পষ্ট জবাব দিয়ে থাকেন তামান্না। তিনি বলিউড থেকে শুরু করে দক্ষিণী ছবি, সর্বত্রই তামান্নার এই পলিসি এতদিন লাঘু ছিল। তবে এই প্রতিজ্ঞা এবার ভাঙলেন তামান্না।

এই প্রসঙ্গে অভিনেতা বিজয়া ভর্মা এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি ও তামান্না, সুজয় ঘোষের অফিসে গিয়েছিলাম চিত্রনাট্য শুনতে। সেখানেই তামান্না আমার মুখে শুনেছিল আমিও কেরিয়ারে কখনও এমন দৃশ্যে কাজ করিনি। তামান্না সম্মতি দিয়ে জানেন, তিনিও তাই। এরপর কিছুটা থেমে তামান্না বলেন আপনি প্রথম যার সঙ্গে আমি এমন দৃশ্যে অভিনয় করতে চলেছি। শুনে আমি বলেছিলাম ধন্যবাদ।’ বিজয় ভর্মার সঙ্গে তামান্নার সেই দৃশ্যে এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ছবির