Streaming Guide: ওটিটিতে মুক্তি পেয়েছে একগুচ্ছ সিনেমা-সিরিজ, অবসরে কী দেখবেন?
আপনার জন্য হাজির হয়েছে একেবারে আনকোরা কিছু সিরিজ-সিনেমা। কোনটা দেখবেন আর কোনটা এড়িয়ে যাবে তা নিয়ে নাজেহাল? দেখে নিন কী কী দেখতে পারেন...
সিনেমা হলে যাওয়ার সময় কিছুতেই করে উঠতে পারছেন না, আপনি কি জানেন বিগত বেশ কয়েক দিনে ওয়েব দুনিয়াতেও আপনার জন্য হাজির হয়েছে একেবারে আনকোরা কিছু সিরিজ-সিনেমা। কোনটা দেখবেন আর কোনটা এড়িয়ে যাবে তা নিয়ে নাজেহাল? দেখে নিন কী কী দেখতে পারেন…
লুপ লপেতা তাপসী পান্নু ও তাহির রাজ ভাসিনের প্রথম ছবি। জার্মান ছবি ‘রান লোলা রান’ থেকে অনুপ্রাণিত। তাপসীর চরিত্রের নাম স্যাভি। বয়ফ্রেন্ড সত্য বিপদে। তাঁর প্রাণ বাঁচানোর জন্য তৎপর স্যাভি। কী হয়েছে সত্যর, বলবে এই ছবি। তবে ওই ছবির একটি সমস্যা। ছবি শুরু হয় অনেক পর থেকেই। প্রথম দিকটি খানিক বিলম্বিত লাগতে পারে। পাবেন নেটফ্লিক্সে।
দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার তিগমাংশু ধুলিয়ার মার্ডার মিস্ট্রি। প্রধান চরিত্রে রিচা চাড্ডা ও প্রতীক গান্ধী। প্রতীক অভিনয় করেছেন সিবিআই অফিসারের চরিত্রে আর রিচা হলে পুলিশের ডেপুটি কমিশনার। পেয়ে যাবেন ডিজনি প্লাস হটস্টারে। দেখতে পারেন, মন্দ নয়।
রকেট বয়স সময় পেলে দেখে নিতে পারে সোনি লিভে মুক্তিপ্রাপ্ত রকেট বয়েজ। রয়েছেন পাতাললোক খ্যাত ইশওয়াক সিং ও জিম সারভ। তিনি রসায়নবিদ হোমি ভাবার চরিত্রে অভিনয় করেছেন।
ওয়ান কাট টু কাট আদপে কমেডি থ্রিলারটি আপনি পেয়ে যাবেন অ্যামাজন প্রাইমে। সামাজিক বার্তা রয়েছে। তবে স্টোরির নির্মাণ আপনার কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি মনে হতে পারে।