Farhan Akhtar: ফারহানকে ফেক পাঞ্চ নয়, আসল পাঞ্চ নিতে শিখিয়েছি: ফাইট কো-অর্ডিনেটর ড্যারেল ফস্টার

ছবির জন্য বক্সিংয়ের প্রশিক্ষণ নিতে কালঘাম ছুটে গিয়েছে ফারহানের। তাঁর কথায়' এটি আমাকে শারীরিক, মানসিক এবং ইমোশনালি বুঝিয়েছে বক্সিং কতটা ডিমান্ডিং এক খেলা।'

| Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jul 09, 2021 | 4:40 PM

‘তুফান’ ছবিতে একজন বক্সিং তারকার চরিত্রে অভিনয় করছেন ফারহান আখতার। বক্সিং প্রশিক্ষণের নেপথ্যের এক ঝলক পেতে একটি ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেতা। আট মিনিটের ভিডিয়ো ডকুমেন্টে ফারহানের  ‘তুফান’ যাত্রার গোটা সফর রয়েছে। ২০১৮ সালে এই চরিত্রে অভিনয় করতে শুরু করেন ফারহান।

 

 

ভিডিয়োয় শুরুতে  ফারহান বলেন, “বক্সিং আমার কাছে একেবারে একটি অ্যালিয়েন স্পোর্ট ছিল। আমার প্রশিক্ষণ প্রথম শুরু করেন ড্রিউ নীল, যিনি আমার প্রথম বক্সিং কোচ হিসাবে এসেছিলেন। প্রত্যেকেরই স্বাভাবিক লড়াইয়ের স্টাইল রয়েছে। সুতরাং ড্রিউয়ের প্রথমে কাজ ছিল আমাকে বোঝা,” শারীরিক শক্তির জন্য ৫-৬ মাস প্রশিক্ষণের পরে, ফারহানকে ফাইট কো-অর্ডিনেটর ড্যারেল ফস্টারের কাছে দেওয়া হয় এবং তারপর থেকে একেবারে ভিন্ন গল্প শুরু হয়।

 

 

 

“আমরা ফিল্মের জন্য কোনও রকম প্রশিক্ষণ পাইনি, আমরা বক্সার হওয়ার প্রশিক্ষণ পেয়েছিলাম,” ফারহান আখতার বলেন। অন্যদিকে, ড্যারেল ফস্টার বলেন “ বাড়ি থেকে প্রায় ৯০০০ মাইল দূরে আসি ফারহানকে পাঞ্চের নকল (ফেক) না করে, কীভাবে আসল পাঞ্চ নিতে হয় তা শেখানোর জন্য এসেছিলাম, “ফারহান তাঁর নিজের কথায় বক্সিংকে সংক্ষেপে বলেন, “এটি আপনার পুরো শরীর এবং মুষ্টির সঙ্গে দাবা খেলার মতো।”

ভিডিয়োটি শেয়ার করে ফারহান আখতার টুইট করে লেখেন, ‘বক্সারের ব্যক্তিত্বকে জীবিত করতে প্রায় দু’বছর সময় লেগেছে। এই আশ্চর্যজনক টিমের বিশ্বাস ও সমর্থন ছাড়া সম্ভব হত না। আমার বক্সিংয়ের যাত্রা এখানে দেখুন।’

নিজের ভূমিকা ও প্রস্তুতির কথা বলতে গিয়ে অভিনেতা ট্রেলার রিলিজের দিন বলেন, “তুফান সত্যিকারের ভালবাসার পরিশ্রম। শারীরিক দিক থেকে একজন যত শক্তিশালীই হোক না কেন, বক্সিংয়ের জুতোতে পা রাখা একটা সম্পূর্ণ অন্য বলে গেম। চার বছরের ট্রেনিং এক বছরে করেছি। আমাকে চরিত্রে প্রবেশ করতে ৮ থেকে ৯ মাসের কঠোর প্রশিক্ষণ লেগেছিল। এটি আমাকে শারীরিক, মানসিক এবং ইমোশনালি বুঝিয়েছে বক্সিং কতটা ডিমান্ডিং এক খেলা। পর্দায় আমাদের সমস্ত কঠোর পরিশ্রম দেখে আমি উচ্ছ্বসিত এবং আমি আনন্দিত যে আমরা ২৪০ টি দেশে অ্যামাজন প্রাইম ভিডিয়োর সঙ্গে সিনেমাটিকে দর্শকদের কাছে পোঁছতে সক্ষম হয়েছি”

 

আরও পড়ুন চার বছরের বক্সিং ট্রেনিং এক বছরে করেছি!: ‘তুফান’-এর ট্রেলার রিলিজে বললেন ফারহান আখতার

‘তুফান’ ছবিতে একজন বক্সিং তারকার চরিত্রে অভিনয় করছেন ফারহান আখতার। বক্সিং প্রশিক্ষণের নেপথ্যের এক ঝলক পেতে একটি ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেতা। আট মিনিটের ভিডিয়ো ডকুমেন্টে ফারহানের  ‘তুফান’ যাত্রার গোটা সফর রয়েছে। ২০১৮ সালে এই চরিত্রে অভিনয় করতে শুরু করেন ফারহান।

 

 

ভিডিয়োয় শুরুতে  ফারহান বলেন, “বক্সিং আমার কাছে একেবারে একটি অ্যালিয়েন স্পোর্ট ছিল। আমার প্রশিক্ষণ প্রথম শুরু করেন ড্রিউ নীল, যিনি আমার প্রথম বক্সিং কোচ হিসাবে এসেছিলেন। প্রত্যেকেরই স্বাভাবিক লড়াইয়ের স্টাইল রয়েছে। সুতরাং ড্রিউয়ের প্রথমে কাজ ছিল আমাকে বোঝা,” শারীরিক শক্তির জন্য ৫-৬ মাস প্রশিক্ষণের পরে, ফারহানকে ফাইট কো-অর্ডিনেটর ড্যারেল ফস্টারের কাছে দেওয়া হয় এবং তারপর থেকে একেবারে ভিন্ন গল্প শুরু হয়।

 

 

 

“আমরা ফিল্মের জন্য কোনও রকম প্রশিক্ষণ পাইনি, আমরা বক্সার হওয়ার প্রশিক্ষণ পেয়েছিলাম,” ফারহান আখতার বলেন। অন্যদিকে, ড্যারেল ফস্টার বলেন “ বাড়ি থেকে প্রায় ৯০০০ মাইল দূরে আসি ফারহানকে পাঞ্চের নকল (ফেক) না করে, কীভাবে আসল পাঞ্চ নিতে হয় তা শেখানোর জন্য এসেছিলাম, “ফারহান তাঁর নিজের কথায় বক্সিংকে সংক্ষেপে বলেন, “এটি আপনার পুরো শরীর এবং মুষ্টির সঙ্গে দাবা খেলার মতো।”

ভিডিয়োটি শেয়ার করে ফারহান আখতার টুইট করে লেখেন, ‘বক্সারের ব্যক্তিত্বকে জীবিত করতে প্রায় দু’বছর সময় লেগেছে। এই আশ্চর্যজনক টিমের বিশ্বাস ও সমর্থন ছাড়া সম্ভব হত না। আমার বক্সিংয়ের যাত্রা এখানে দেখুন।’

নিজের ভূমিকা ও প্রস্তুতির কথা বলতে গিয়ে অভিনেতা ট্রেলার রিলিজের দিন বলেন, “তুফান সত্যিকারের ভালবাসার পরিশ্রম। শারীরিক দিক থেকে একজন যত শক্তিশালীই হোক না কেন, বক্সিংয়ের জুতোতে পা রাখা একটা সম্পূর্ণ অন্য বলে গেম। চার বছরের ট্রেনিং এক বছরে করেছি। আমাকে চরিত্রে প্রবেশ করতে ৮ থেকে ৯ মাসের কঠোর প্রশিক্ষণ লেগেছিল। এটি আমাকে শারীরিক, মানসিক এবং ইমোশনালি বুঝিয়েছে বক্সিং কতটা ডিমান্ডিং এক খেলা। পর্দায় আমাদের সমস্ত কঠোর পরিশ্রম দেখে আমি উচ্ছ্বসিত এবং আমি আনন্দিত যে আমরা ২৪০ টি দেশে অ্যামাজন প্রাইম ভিডিয়োর সঙ্গে সিনেমাটিকে দর্শকদের কাছে পোঁছতে সক্ষম হয়েছি”

 

আরও পড়ুন চার বছরের বক্সিং ট্রেনিং এক বছরে করেছি!: ‘তুফান’-এর ট্রেলার রিলিজে বললেন ফারহান আখতার