AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ghorer Bioscope: একমঞ্চে সৃজিত-অনির্বাণ, পেলেন পুরস্কার, রাইমাকে দেখেই কী বললেন পরমব্রত?

Ghorer Bioscope: Special Recognition Award পেলেন বেশ কিছু স্পেশ্যাল মানুষেরা। বহুদিনের চেনা তাঁরা। টিভিনাইনের মঞ্চে আবারও এক হলেন সকলে...

Ghorer Bioscope: একমঞ্চে সৃজিত-অনির্বাণ, পেলেন পুরস্কার, রাইমাকে দেখেই কী বললেন পরমব্রত?
এক মঞ্চে সব তারকা।
| Edited By: | Updated on: Jun 25, 2023 | 10:19 PM
Share

 

হাজার তারার মেলা, হাজার মানুষের ভিড়। TV9 Banglar প্রথম প্রয়াসে হাজির ছিলেন ইন্ডাস্ট্রির প্রায় সকলেই। ইন্ডাস্ট্রিতে সাফল্যের সঙ্গে বেশ কিছু সময় কাটিয়ে ফেলেছেন সৃজিত মুখোপাধ্যায়। তাঁর ঝুলিতে সাফল্য কম নয়। তাঁর কৃতিত্বের জন্য বিশেষ সম্মাননা (Special Recognition Award) দেওয়া হল তাঁকেও। পেলেন ফেলুদাকে ওটিটিতে প্রথম বার নিয়ে আসার জন্য বিশেষ পুরস্কার। ইংরেজিতে বলতে শুরু করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়। থামিয়ে দিয়ে অর্পিতা বললেন বাংলায় বলতে। রসিকতা করে সৃজিতের বক্তব্য, “পরম আমায় একলাইনে বলতে বলেছে।” পুরস্কার পেলেন রাইমা সেনও। ওয়েবসিরিজ ‘রক্তকরবী’র জন্য দেওয়া হল তাঁকে পুরস্কার। ইংরেজিতে বলছিলেন তিনি। তাঁকেও পরমের খুনসুটি ‘বাবাহ’। হেসে উঠলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। ‘

একেনবাবু’র জন্য বিশেষ সম্মাননা পেলেন অনির্বাণ চক্রবর্তী। দর্শকদের ধন্যবাদ জানালেন তিনি। শুধু কি তাই? মনে আছে স্টার জলসায় ‘মাধবীলতা’ ধারাবাহিকের কথা? একটা সৎ উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল এই ধারবাহিক। গাছ লাগানোর বার্তা দেওয়া হয়েছিল এই ধারাবাহিককে। আর সেই কথা মাথায় রেখেই ধারাবাহিকটির মুখ শ্রাবণী ভুঁইয়াও পেলেন এক বিশেষ পুরস্কার। এক মঞ্চে তাবড় তাবড় তারকার সমাগমে জমজমাট আমাদের প্রয়াস ‘ঘরের বায়োস্কোপ’।