Urfi Javed: অভিনেত্রীর পিঠ জুড়ে ‘লাভ বাইট’, কার দৌলতে তাও হল ফাঁস!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 01, 2022 | 11:01 PM

বিগবস ওটিটিতে তাঁর উপস্থিতি ছিল অল্প কয়েকদিনের, কিন্তু ওই স্বল্প উপস্থিতিতেই লাইমলাইট কেড়েছিলেন অনেকটাই।

Urfi Javed: অভিনেত্রীর পিঠ জুড়ে লাভ বাইট, কার দৌলতে তাও হল ফাঁস!
উরফি জাভেদ।

Follow Us

উরফি জাভেদ, বিতর্কে থাকতে ভালবাসেন তিনি। বিতর্কও তাঁকে ভালবাসে। তাঁর পোশাক নিয়েও নানা কথা। তবে এ সব কিছুকেই পাত্তা দিতে নারাজ মেয়ে। এবার নিজের লাভ বাইট নিয়েও অকপট উরফি। লাভবাইট রয়েছে এমন ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি। লাভ বাইটের নেপথ্যে কে, তাও জানিয়েছেন উরফি।

যার দৌলতে উরফির এই ‘লাভ বাইট’ সে নিষ্প্রাণ, জীবনীশক্তি নেই, নেই হৃদস্পন্দন। ভাবছেন তো কে হতে পারে। সে আদপে এক চেয়ার। বহুক্ষণ চেয়ারে বসে থাকার পরেই পিঠে অমন দাগ হয়ে গিয়েছে উরফির। ছড়েও গিয়েছে খানিক, এ কথা জানিয়েছে খোদ অভিনেত্রীই। এই মুহূর্তে উরফি সিঙ্গল বলেই দাবি করেন নিজেকে। পোশাক নিয়ে ট্রোলিংকেও বুড়ো আঙুল দেখিয়ে নিজেই করেন ডিজাইন।

বিগবস ওটিটিতে তাঁর উপস্থিতি ছিল অল্প কয়েকদিনের, কিন্তু ওই স্বল্প উপস্থিতিতেই লাইমলাইট কেড়েছিলেন অনেকটাই। বিগবস থেকে বেরিয়ে জীবনে কি কোনও পরিবর্তন হল? সম্প্রতি এক সাক্ষাৎকারে উরফি সাফ জানিয়েছেন, খুব একটা নয়, এখনও তিনি প্রত্যাখিত হন বারেবারে। সব মোটের উপর একই আছে। আর তাঁর পোশাক নিয়ে যে এত বিতর্ক?
উরফির কথায়, “আমি নিউ-এজের আদর্শ হতে চাই। যারা ছোটবেলা থেকে পরিবারের দ্বারা বিভিন্ন সময়ে ‘না’ শুনে এসেছে, তাঁদের কে বলতে চাই, তাঁরা তাঁদের বাবা-মা’কে বলুক উরফিকে দেখো, ওঁর মতো জীবনকে উপভোগ করতে চাই।”