Shocking Urfi Javed: ‘ছেড়ে দিচ্ছি…’, উরফির প্রতি বিশ্বাস রাখতে পারছে না নেটপাড়া
Viral Post: পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শুরু করেন তিনি একটা সময়ের পর। বর্তমানে তিনি পাল্টা ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদ করতে যে শিখে গিয়েছেন, তা প্রমাণিত।

উরফি জাভেদ, ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই সেলেবের প্রতিটা পোস্টে কিছু না কিছু নতুন থাকে। সম্প্রতি একাধিক শো-তে উপস্থিত হতে দেখা যাচ্ছে ভাইরাল কুইন উরফি জাভেদকে। তাঁর প্রতিটা লুকই রাতারাতি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার পাতায়। দীর্ঘ চর্চিত এই লুকে বারে বারে কটাক্ষের শিকার হলেও তিনি তাঁর যুক্তিতে স্পষ্ট, তাঁর যা ইচ্ছে তিনি তাই পরবেন। তার বাইরে কেউ তাঁকে কোনও উপদেশ দিলে শুনতে নারাজ উরফি জাভেদ। তবে স্পষ্ট কথা বরাবরই বলে থাকেন উরফি জাভেদ। বরাবরই তাঁর মন্তব্য উঠে আসতে দেখা যায় চর্চায়। ফ্যাশন স্টেটমেন্ট তিনি পাল্টে ফেলতে নারা। তা তিনি স্পষ্ট জানিয়ে দিতে দ্বিতীয়বার ভাবেন না। সেই সেলেবই সোশ্যাল মিডিয়ায় লিখলেন, তিনি নাকি বিতর্কিত ফ্যাশন থেকে বিদায় নিচ্ছেন?
লিখলেন, ”আমার পোশাক যাঁদের ভাবাবেগে আঘাত করেছে তাঁদের কাছে আমি ক্ষমা চেযে নিচ্ছি। এবার থেকে আপনারা এক পরিবর্তিত উরফিকে দেখতে পাবেন। পোশাকের বদল ঘটাচ্ছি। ক্ষমা।” তবে কি ট্রোলের হাত থেকে রেহাই পেতেই এই পথা হাঁটলেন উরফি জাভেদ? উরফি জাভেদ একটা সময় চরম ট্রোল সহ্য করতে পারতেন না উরফি জাভেদ। তিনি স্থির করেছিলেন, জীবন শেষ করে দেবেন। নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী, বাঁচার ইচ্ছে চলে গিয়েছিল তাঁর।
বারে বারে সমালোচনার শিকারও হয়েছেন তিনি। কটাক্ষের শিকার হওয়াতে তাঁর কোনও আপত্তি নেই। তবে তাঁকে নিয়ে যদি কোনও মিথ্যে রটনা রয়ে যায়, তবে তিনি সেই প্রসঙ্গে মুখ খুলতে বিন্দুমাত্র সময় নেয় না। উরফি জাভেদ এবারও ঠিক তেমনটাই করলেন। তিনি জানেন তাঁর পোস্ট সামনে আসা মাত্রই তা নিয়ে রীতিমত ময়নাতদন্ত চলতে থাকে সোশ্যাল মিডিয়ায়। তাই এবার একপ্রকার সকলকে চমকে দিয়েই উরফি সামনে এলেন। তবে সত্যি কি তাই। উরফির কথাকে বিশ্বাস করতে না পেরেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট সামনে আসে, তিনি নিশ্চয় এপ্রিল ফুল করলেন, নয়তো এমন কথা উরফি কেন বলবেন? কারণ খুঁজছে নেটপাড়া।
তবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শুরু করেন তিনি একটা সময়ের পর। বর্তমানে তিনি পাল্টা ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদ করতে যে শিখে গিয়েছেন, তা প্রমাণিত। ছকভাঙা ফ্যাশন মানেই টিনসেল টাউনে একটাই নাম সাম্প্রতিককালে চর্চিত। আর তিনিই তো হলেন উরফি জাভেদ। এখন দেখার তাঁর কথা ও কাজে কতটা মিল থাকে।





