Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: ক্যান্ডিতে ঢাকা গোপনাঙ্গ, নিজেই খুলে খুলে খেতে শুরু করলেন উরফি, তারপর…

Urfi Javed: সেফটিপিন থেকে শুরু করে নানা খোলামেলা পোশাকের পর এবার উরফির অঙ্গে ক্যান্ডি পোশাক। শরীরের গোপনাঙ্গ ঢাকা রয়েছে ক্যান্ডি দিয়ে। তবে সেই ক্যান্ডি নিজেই তুলে তুলে খেতে শুরু করলেন।

Viral Video: ক্যান্ডিতে ঢাকা গোপনাঙ্গ, নিজেই খুলে খুলে খেতে শুরু করলেন উরফি, তারপর...
Follow Us:
| Edited By: | Updated on: Apr 18, 2022 | 7:51 PM

পোশাক ও ফ্যাশন নিয়ে বারে বারে একই প্রশ্নের মুখে পড়তে হয়েছে উরফি জাভেদকে। কেন, কী জন্য, কী কারণে, এমনই প্রশ্নের বারে বারে সম্মুখীন হতে হয়েছেন তাঁকে। সেফটিপিন থেকে শুরু করে নানা খোলামেলা পোশাকের পর এবার উরফির অঙ্গে ক্যান্ডি পোশাক। শরীরের গোপনাঙ্গ ঢাকা রয়েছে ক্যান্ডি দিয়ে। তবে সেই ক্যান্ডি নিজেই তুলে তুলে খেতে শুরু করলেন। আর এই ভিডিয়ো বানিয়ে তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সকলের নজর কাড়লেন। মুহূর্তে এই ভিডিয়ো হয়ে উঠল ভাইরাল।

উরফি জাভেদ, এক কথায় বলতে গেলে বিভিন্নভাবে বিতর্কে জড়িয়ে খবরের শিরোনামে বারে বারে যিনি জায়গা করে নেন। কখনও পোশাক কখনও আবার বিতর্কিত মন্তব্য, একের পর এক প্রশ্নের মুখে পড়ে কখনও ক্লান্ত হন না তিনি। আর সব প্রশ্নেরই সহজ সরল ও সপাট উত্তর রয়েছে তাঁর ঠোঁটের ডগায়। নিজের কেরিয়ার হক বা নিজের ফ্যাশন স্টেটমেন্ট, বোল্ড লুকে বারে বারে উরফি জাভেদ ঠিক যেভাবে ভাইরাল হয়ে ওঠেন, তাতে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং তাঁকে খুব একটা বিচলিত করে না। সেলেব স্টারের এই লুক থেকে শুরু করে ফ্যাশন স্টেটমেন্টই একের পর এক ভাইরাল নেটদুনিয়ায়।

View this post on Instagram

A post shared by Urrfii (@urf7i)

কয়েকদিন আগেই ঝড়ের গতীতে ছড়িয়ে পড়ে অন্তর্বাস লুকের ছবি। শরীর দেখিয়ে পোজ উরফির কাছে খুব একটা আশ্চর্যের নয়। খোলামেলা সাহসী পোজে উরফি বারে বারে সকলের নজরে যেভাবে নিজের জায়গা পাকা করে নিয়েছেন, তাতে একটা বিষয় স্পষ্ট, তিনি যতই সমালোচিত হক না কেন, নয়া লুকে নিজেকে তুলে ধরতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না। তা সে পোশাকের গরণ যেমনই হোক না কেন। উরফির কথায়, তিনি বোল্ড ফ্যাশন যেভাবে লাইম লাইটে আছেন তাতে অনেকেরই বেশ অস্বস্তি হতেই পারে, কিন্তু তাঁর এই নিয়ে কোনও মাথা ব্যাথাই নেই।

আরও পড়ুন- Bollywood Controversy: নাম থেকে কেন বাদ পড়ল জোনাস! ডিভোর্স জল্পনায় এবার মুখ খুললে কারণ জানালেন খোদ প্রিয়াঙ্কা

আরও পড়ুন- Brahmastra: ব্রহ্মাস্ত্র ছবির জন্য কত কোটি পারিশ্রমিক পেলেন রণবীর! কত কোটিতে রাজি হয়েছিলেন আলিয়া-অমিতাভ

আরও পড়ুন- Bollywood Controversy: চরিত্র নিয়ে প্রশ্ন, কন্ডোম সংস্থার সঙ্গে যুক্ত হোক রণবীর, বিচ্ছেদের পর ক্ষোভ উগরে বিস্ফোরক দীপিকা