‘বিগ বস ওটিটি’র প্রতিযোগী ছিলেন উরফি জাভেদ। বিগ বসের বাড়িতে আসা এবং বেরনো পর্যন্ত শিরোনামে ছিলেন তিনি। সম্প্রতি আবারও শিরোনামে এসেছেন উরফি। ফের পোশাক বিতর্ক!
সম্প্রতি একটি ছবি উরফি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। যে পোশাক পরে তিনি ছবি পোস্ট করেছেন, সেটিই এখন আলোচনার কেন্দ্রে। একটি ব্যাকলেস পোশাক পরেছেন অভিনেত্রী। কিন্তু মাথায় দিয়েছেন কাপড়। অনেকটা হিজাবের মতো করে ঢেকেছেন মাথা।
ক্যাপশনে তিনি লিখেছেন, “ওরা আমাকে ঢাকতে বলেছিল। আমি নিজের মতো করে ঢেকেছি।” সেই ছবি পোস্ট হওয়ার পরই তোলপাড় নেটমহলে। নেটিজ়েনরা রিয়্যাক্ট করতে থাকেন একেক রকম ভাবে। একজন লিখেছেন, “তালিবানরা আপনার জন্য গর্ববোধ করবে।” একজন বলেছেন, “অন্য একজন স্টাইলিস্ট খোঁজা উচিত আপনার।” অন্য একজন লিখেছেন, “বোন এটা হালাল।” আর এক নেটিজ়েনের কমেন্ট, “আপনাকে কেউ ঢাকতে বলেনি। কারওর কিছু এসে যায় না। যা ইচ্ছে তাই করুন আপনি। তবে পর্দার প্রথাকে এভাবে অপমান করবেন না দয়া করে।”
দিন কয়েক আগে উরফির এয়ারপোর্ট লুক নিয়েও কম জলঘোলা হয়নি। বিস্তর বিতর্কের পর মুখ খুলেছিলেন উরফি। সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, যদি পাবলিসিটিরই প্রয়োজন ছিল তবে বিমানবন্দরে তিনি নগ্ন হয়ে যেতেন। বলেছিলেন, “যা ভালবাসি, যা মনকে আনন্দ দেয় তাই পরি। লোকে কী বলল বা না বলল তাতে আমার কিছু যায় আসে না। আগে হলে হয়তো মনে হত এমন জামা পরে কি ভুল কিছু করলাম, এখন এসব মনে হয় না। গায়ের চামড়া পুরু হয়ে গিয়েছে।”
উরফির সেই পোশাক বিতর্কে যুক্ত হয়েছিল জাভেদ আখতারের নামও। অনেকেই বলেছিলেন উরফি নাকি আদপে জাভেদ আখতারের নাতনি। এর প্রতিবাদ জানিয়ে আগেই মুখ খুলেছিলেন জাভেদের স্ত্রী অভিনেত্রী শাবানা আজমি। মুখ খোলেন উরফিও। বলেছিলেন, “জাভেদ আখতারের নাতনি মানে ফারহান আখতারের মেয়ে, যা আমি একেবারেই নই, যখন প্রথম শুনলাম এ রকম রটেছে ভীষণ হেসেছিলাম।”
আরও পড়ুন: Ritabhari Chakraborty: জলেই খুশি; শনিবার সকালে নীল পুলে ‘মৎস্যকন্যা’ ঋতাভরী
আরও পড়ুন: Jaya Ahsan: জয়া আহসানের নিউ ইয়র্ক ডায়েরি, কেমন আনন্দ করছেন অভিনেত্রী দেখুন ছবিতে
আরও পড়ুন: KBC: অমিতাভকে ঈশ্বরের সঙ্গে তুলনা করলেন সুনীল শেট্টি; চটলেন বিগ বি