Durga Puja 2021: ক্রেজি কার্তিক, সুপার সরস্বতী, গোলগাল গণেশ, লাকি লক্ষ্মীকে নিয়ে আসছে ‘ইয়ো দেবী’

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Oct 09, 2021 | 6:40 PM

Durga Puja 2021: চলতি পুজোয় ‘উরি বাবা’-র উপহার ‘ইয়ো দেবী’। আড্ডা ছাড়া বাঙালি পুজোর কথা তো ভাবতেই পারেন না। আড্ডা এখন সংস্কৃতির অঙ্গ। আর পুজোর আড্ডা কিছুটা স্পেশ্যাল।

Durga Puja 2021: ক্রেজি কার্তিক, সুপার সরস্বতী, গোলগাল গণেশ, লাকি লক্ষ্মীকে নিয়ে আসছে ‘ইয়ো দেবী’
টিম ‘ইয়ো দেবী’।

Follow Us

দুনিয়া ডট কম। গানের সুরে, তালে, কথায় এই শব্দবন্ধের সঙ্গে আপনি কয়েক বছর আগেই পরিচিত হয়েছে। কিন্তু সত্যিই যে দুনিয়াটা হাতের মুঠোয় এসে গিয়েছে তা যেন করোনা পরিস্থিতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। গত বছরের মতো করোনা পরিস্থিতিতে এ বারও হয়তো অনেকের পুজো কাটবে বাড়ি বসেই। তাঁদের জন্য হরেক আয়োজন রয়েছে। কিছুদিন আগেই জন্ম নেওয়া সোশ্যাল প্ল্যাটফর্ম ‘উরি বাবা’ও আপনাদের জন্য নিয়ে এসেছে পুজোর বিশেষ উপহার।

চলতি পুজোয় ‘উরি বাবা’-র উপহার ‘ইয়ো দেবী’। আড্ডা ছাড়া বাঙালি পুজোর কথা তো ভাবতেই পারেন না। আড্ডা এখন সংস্কৃতির অঙ্গ। আর পুজোর আড্ডা কিছুটা স্পেশ্যাল। এর জন্যই সারা বছরের অপেক্ষা। সেই আড্ডাই এ বার ভার্চুয়াল। সঙ্গে জমাটি পারফরম্যান্স।

পুজোয় পাড়ার প্যান্ডেলে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে বড় হয়েছে বাঙালির একটা প্রজন্ম। পুজোর কতদিন আগে থেকে চলত তার মহড়া। সেই অনুষ্ঠানে বাহবা পাওয়া নোবেল পাওয়ার থেকেও কম কিছু ছিল না। করোনা পরিস্থিতিতে বহু পাড়ায় এ বার মঞ্চই তৈরি করা সম্ভব হয়নি। তা বলে কি পারফরম্যান্স হবে না? অনুষ্ঠান দেখবেন না আপনারা? নিশ্চয়ই দেখবেন। তারই আয়োজনে সামিল ‘উরি বাবা’ টিম। নাচ, গান, হুল্লোড়ে জমজমাট ডিজিটাল মিউজিক্যাল যাত্রা ‘ইয়ো দেবী’। যা দেখতে পাবেন ‘উরি বাবা’-র ইউটিউব চ্যানেলে।

‘ইয়ো দেবী’তে ক্রেজি কার্তিক, সুপার সরস্বতী, গোলগাল গণেশ, লাকি লক্ষ্মীর দেখা পাবেন দর্শক। সঙ্গে অবশ্যই থাকবে অসুর এবং ছোট্ট মা দুর্গা। পাড়ার প্যান্ডেলে যে মা-কে পরিবার সহ দেখেন, তার সঙ্গে ‘ইয়ো দেবী’ ফ্যামিলির আদৌ কোনও মিল আছে কি না, তার সন্ধান মিলবে ভার্চুয়ালি। মূল ভাবনা, সঙ্গীত পরিচালনা এবং গীতিকারের দায়িত্ব সামলেছেন শিলাজিৎ মজুমদার। গায়ক, সঙ্গীত পরিচালক, গীতিকার, অভিনেতা- এক আধারে যাঁর অনেকগুলো পরিচয়। চিত্রনাট্য এবং সংলাপের দায়িত্বে মেঘাতিথি বন্দ্যোপাধ্যায়। পরিচালনা করেছেন অভ্রজিৎ সেন।

উদিতা, লাড্ডু, কৃতিকা, শায়েরী- এই খুদে শিল্পীদের সঙ্গে আপনি পরিচিত। টেলিভিশনের পর্দায় কখনও অভিনয় করতে দেখেছেন, কখনও বা গান গাইতে শুনেছেন। এদের মধ্যে কেউ আবার সিনেমাতেও অভিনয় করে ফেলেছে। এ হেন ক্ষুদে শিল্পীদের সমাহার দেখা যাবে ‘ইয়ো দেবী’তে। আপনার পুজো আরও রঙিন করে তুলতে তৈরি গোটা টিম। সকলের সঙ্গে ভার্চুয়ালি পুজোয় আনন্দ করতে আপনি তৈরি তো?

আরও পড়ুন, Durga Puja 2021: কাশ্মীরে ক্ষীর ভবানীর মন্দিরে দেব অষ্টমীর পুজো: ভাস্বর চট্টোপাধ্যায়

Next Article