‘অ্যাডাল্ট ফিল্ম দেখছিলাম, হঠাৎই মাসি চলে এসেছিল’, স্মৃতিচারণায় বিক্রান্ত

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jul 02, 2021 | 6:06 PM

Vikrant Massey: গত বছর নিজের দীর্ঘদিনের বান্ধবী শীতলের সঙ্গে বিয়ে সেরে ফেলবেন ভেবেছিলেন বিক্রান্ত। কিন্তু লকডাউনের কারণে সে পরিকল্পনা বাতিল করতে হয়।

‘অ্যাডাল্ট ফিল্ম দেখছিলাম, হঠাৎই মাসি চলে এসেছিল’, স্মৃতিচারণায় বিক্রান্ত
বিক্রান্ত মাসি।

Follow Us

বিক্রান্ত মাসি। ওয়েব প্ল্যাটফর্ম হোক বা বড়পর্দা, অভিনয় দক্ষতায় নিজেকে বারবার প্রমাণ করেছেন বিক্রান্ত। দর্শক মনে আলাদা জায়গা তৈরি করেছেন। সদ্য তাপসী পান্নুর সঙ্গে বিক্রান্তের অভিনীত ‘হাসিন দিলরুবা’ মুক্তি পেয়েছে ওয়েব প্ল্যাটফর্মে। তারই প্রোমোশনে এক সাক্ষাৎকারে বিক্রান্ত শেয়ার করলেন তাঁর অ্যাডাল্ট ফিল্ম দেখার গল্প।

বিক্রান্তের কথায়, “আমার জীবনের অন্যতম অস্বস্তিকর ঘটনা। আমার দিদার বাড়িতে আমি আর আমার তুতো ভাইরা মিলে অ্যাডাল্ট ফিল্ম দেখছিলাম। হঠাৎই আমার মাসি সেই ঘরে চলে আসেন। আমরা ভাবতেই পারিনি, রাত তিনটের সময় মাসি উঠে পড়বে। অত্যন্ত লজ্জায় পড়ে গিয়েছিলাম। তার পরেও কিছুদিন ছিলাম দিদার বাড়ি। কিন্তু কোনও কাজে মাসির মুখোমুখি হলে ওঁর চোখের দিকে তাকাতে পারতাম না। মাসি ওই ঘটনাটা নিয়ে মাকে কিছু বলেননি। হয়তো বুঝতে পেরেছিলেন, বাচ্চারা বড় হয়ে গিয়েছে।”

গত বছর নিজের দীর্ঘদিনের বান্ধবী শীতলের সঙ্গে বিয়ে সেরে ফেলবেন ভেবেছিলেন বিক্রান্ত। কিন্তু লকডাউনের কারণে সে পরিকল্পনা বাতিল করতে হয়। ২০২১-এও করোনা আতঙ্ক এবং লকডাউনের জেরে বিয়ের পরিকল্পনা পিছিয়ে দিয়েছেন বিক্রান্ত। সব কিছু ঠিক থাকলে আগামী বছর বিয়ে করতে পারেন এই জুটি।

‘হাসিন দিলরুবা’য় বিক্রান্তের কাজ পছন্দ করেছেন দর্শক। তাঁর হাতে রয়েছে একের পর এক ছবি। দেবাংশু সিংহের ‘১৪ ফেরে’। ছবিতে তাঁর সঙ্গে রয়েছে কৃতি খারবান্দা। সন্তোষ শিবানের মুম্বইকর এবং শঙ্কর রমনের একটি ছবিতে দেখা যাবে বিক্রান্তকে।

আরও পড়ুন, ছেলের সঙ্গে ফুটবল খেলা, পুরনো ছবি শেয়ার করে নস্ট্যালজিক প্রসেনজিৎ

Next Article