Vivek Oberoi: ‘বলিউডে ট্যালেন্ট নয়, পদবী বেশি গুরুত্বপূর্ণ’, বিস্ফোরক বিবেক ওবেরয়

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Dec 05, 2021 | 8:13 PM

Vivek Oberoi: ওয়েব এখন কাজের নতুন মাধ্যম। কিন্তু সেখানেও নাকি ইন্ডাস্ট্রির নানা রকম অঙ্ক থাকে। বিবেক মনে করেন, এতদিনের কেরিয়ারে তিনি হয়ত কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তা নিয়ে তাঁর কোনও আফসোস নেই।

Vivek Oberoi: ‘বলিউডে ট্যালেন্ট নয়, পদবী বেশি গুরুত্বপূর্ণ’, বিস্ফোরক বিবেক ওবেরয়
বিবেক ওবেরয়।

Follow Us

নেপোটিজ়ম। অত্যন্ত পরিচিত শব্দ। সব ইন্ডাস্ট্রিতেই এর কম-বেশি প্রভাব রয়েছে। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা অনেক বেশি হয়। ফিল্ম ইন্ডাস্ট্রির খুব কম সদস্যই এ নিয়ে মুখ খোলেন। এ বার ইন্ডাস্ট্রির ইনসাইডার হয়েও তা নিয়ে কথা বললেন অভিনেতা বিবেক ওবেরয়।

সদ্য মুক্তি পেয়েছে বিবেক অভিনীত ওয়েব সিরিজ ‘ইনসাইড এজ সিজন থ্রি’। এর আগের দুটি সিজনেও বিবেকের অভিনয় পছন্দ করেছেন দর্শক। ওয়েব এখন কাজের নতুন মাধ্যম। কিন্তু সেখানেও নাকি ইন্ডাস্ট্রির নানা রকম অঙ্ক থাকে। বিবেক মনে করেন, এতদিনের কেরিয়ারে তিনি হয়ত কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তা নিয়ে তাঁর কোনও আফসোস নেই। তবে বলিউডে নাকি কিছু ‘এক্সক্লুসিভ ক্লাব’ রয়েছে। সেখানে নাকি কারও দক্ষতা, গুণের থেকেও পদবীর বেশি গুরুত্ব!

বিবেকের কথায়, “যদি আমি বাস্তবসম্মত কথা বলি, এই শব্দটা খুবই হাস্যকর, তবুও ২০ বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে একজন সিনিয়র হিসেবে ইন্ডাস্ট্রির বিরুদ্ধেও আমার কিছু বলার আছে। আমরা তেমন নার্সারি তৈরি করতে পারিনি, যেখানে নতুন ট্যালেন্টদের নিয়ে কাজ হবে। আমরা এক্সক্লুসিভ ক্লাব তৈরি করেছি। সেখানে হয় পদবী, না হলে কাকে তুমি চেনো, অথবা কোন লবি বা কোন দরবারে তুমি প্রণাম করছো, সেটা গুরুত্বপূর্ণ। তোমার ট্যালেন্ট গুরুত্বপূর্ণ নয়। এটা দুর্ভাগ্যজনক।”

বিবেক মনে করেন, যে কোনও ইন্ডাস্ট্রিকে চালু রাখতে, চালিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন আইডিয়ার প্রয়োজন হয়। নতুনদের সেই জায়গাটা ছেড়ে দিতে হয়। বিবেক বলেন, “এখানে বলা হয়, ‘শোনো এটা এক্সক্লুসিভ ক্লাব। তোমার যদি নির্দিষ্ট পদবী না থাকে, নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ না থাকে, তা হলে তুমি এই ক্লাবে আসতে পারবে না।’ আমার জন্যও এটা দুর্ভাগ্যের। আমার ভাল লাগে ওটিটি সেই নার্সারির কাজটা করছে যেখানে নতুন ট্যালেন্টদের আবিষ্কার করা হচ্ছে, জায়গা দেওয়া হচ্ছে।”

‘ইনসাইড এজ’-এ বিবেকের সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রিচা চাড্ডা। বিবেক দাবি করেছেন, রিচাকে এই সিরিজে কাস্ট করার জন্য তিনি নাকি প্রযোজকদের অনুরোধ করেন। ইন্ডাস্ট্রিতে তিনি রিচার থেকে সিনিয়র। কিন্তু রিচার মধ্যে ট্যালেন্ট রয়েছে। আর রিচার মতো গুণী শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে তিনি খুশি বলে জানিয়েছেন বিবেক।

আরও পড়ুন, Sara Ali Khan: ‘মা আমার সঙ্গে কাজ করতে পছন্দ করে না’, কেন এমন বললেন সারা?