Streaming Guide: কোভিডে ঘরবন্দী? মৃত্যু-রহস্যে ঘেরা এই ৫ সিরিজে রবিবার জমিয়ে দিন

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 16, 2022 | 4:02 PM

রবিবারটা মাটি করবেন না, রহস্যে রোমাঞ্চে ঘেরা এই ৫ সিরিজের তালিকা আপনাকে জানাচ্ছে টিভিনাইন বাংলা। দেখে নিন...

Streaming Guide: কোভিডে ঘরবন্দী? মৃত্যু-রহস্যে ঘেরা এই ৫ সিরিজে রবিবার জমিয়ে দিন
রহস্যে ঘেরা এই ৫ সিরিজের সঙ্গে রবিবার জমিয়ে দিন

Follow Us

আপনার কি কোভিড হয়েছে? আপনি নিভৃতবাসে রয়েছেন, বাড়ি থেকে বের হওয়া বারণ? ওটিটি প্ল্যাটফর্মগুলোর সাবস্ক্রিপশন নেওয়া রয়েছে ইতিমধ্যেই? ব্যবহার করার এই তো সুযোগ। রবিবারটা মাটি করবেন না, রহস্যে রোমাঞ্চে ঘেরা এই ৫ সিরিজের তালিকা আপনাকে জানাচ্ছে টিভিনাইন বাংলা। দেখে নিন…

Aranyak
দিন কয়েক আগেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে আরণ্যক। মুখ্য ভূমিকায় রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও রবিনা টন্ডন। এক বিদেশী টিনএজারের মৃত্যু রহস্য নিয়ে এই সিরিজ। গ্রামবাসীদের ধারণা তাঁকে নাকি হত্যা করেছে ‘নরতেন্ডুয়া’। অর্ধেক মানুষ ও অর্ধেক চিতাবাঘের মতো দেখতে এই অদ্ভুত জীব নাকি গভীর রাতে গভীর জঙ্গল থেকে বের হয়ে আসে রক্তের লোভে। তারপর কী হয়, জানতে দেখতেই পারেন এই সিরিজ।

Only Murders in the Building
ডিজনি প্লাস হটস্টারে দেখতে পারেন এই সিরিজ। রয়েছেন সেলেনা গোমেজ, স্টিভ মার্টিন ও মার্টিন শর্ট। তিন প্রতিবেশীর গল্প। তিন জনের এক মিল রয়েছে। তাঁদের বিল্ডিংয়েই এক ব্যক্তির মৃত্যু রহস্য উন্মোচন ঘিরে এগোয় গল্প। দেখতে পারেন।

The Alienist
উনবিংশ শতকের পটভূমিকায় নির্মিত এই সিরিজ পাওয়া যাবে নেটফ্লিক্সে। এক মনোবিদ চেষ্টা করছেন এক সিরিয়াল কিলিয়ারকে খুঁজে বের করতে। ইতিমধ্যেই দর্শক পছন্দ করেছেন দ্য এলিয়েনিস্ট। আপনিও চাইলে বিঞ্জে ওয়াচ হিসেবে দেখে ফেলতেই পারেন। মন্দ লাগার কথা নয়।

The Undoing
নিকোল কিডম্যান, হিউ গ্র্যান্টের মতো বিখ্যাত অভিনেতারা রয়েছেন। মিস করা মানে আপনার মিস। এক নিউইয়র্ক থেরাপিস্টের পরিবার কী করে এক খুনে জড়িয়ে যায় তা নিয়েই দ্য আনডুয়িং। পেয়ে যাবেন ডিজনি প্লাস হটস্টারে।

Mare of Easttown
কেট উইন্সেলেটের ডি-গ্ল্যাম লুক এই সিরিজের ইউএসপি। কেট এখানে সত্যান্বেষীর ভূমিকায়। এক মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে গিয়ে কী হয় তা নিয়েই সিরিজ। পেয়ে যাবেন অ্যামাজন প্রাইমে।

 

Next Article