ছবিটি নিতু সিং কাপুরের কামব্যাক ছবি। স্বামী ঋষি কাপুরের মৃত্যুর পর ফের কাজে ফিরছেন নিতু। এ ব্যাপারে ছেলে রণবীরকে পাশে পেয়েছেন নিতু। ছবির নাম ‘যুগ যুগ জিও’। নিপাট ফ্যামিলি ড্রামা। করণ জোহরের প্রযোজনায় তৈরি হচ্ছে ছবি। ছবির নায়ক-নায়িকা কিয়ারা আডবাণী ও বরুণ ধাওয়ান। ছবিটি বেশ মজা করেই শুটিং করা হয়েছে। চলছে পোস্ট প্রোডাকশনসের কাজও। শনিবার করণ নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন ছবিন মুক্তির তারিখ। ‘যুগ যুগ জিও’ মুক্তি পাবে আগামী বছর ২০২২ সালের ২৪ জুন।
পরিবারকে উৎযাপন করে ‘যুগ যুগ জিও’। নিতু, কিয়ারা ও বরুণ ছাড়াও ছবিতে অভিনয় করছেন দেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার প্রাজক্তা কোলি। রয়েছেন অনিল কাপুর, বরুণ সুদ ও মণীষ পাল। পোস্টে করণ লিখেছেন, “পরিবারের মতো কিছুই নেই পৃথিবীতে। আমার মনে হয়, সেটা আমাদের উৎযাপন করা উচিত। অনুভূতি, আবেগ ও একসঙ্গে থাকা…”
এই ছবিতেই প্রথম কিয়ারাকে ও বরুণকে একসঙ্গে দেখতে চলেছেন দর্শক। তাঁদের প্রথম লুক প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছিল। তাঁদের স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে ছবিতে। শনিবার সকালেই একটি পোস্ট করেছিলেন বরুণ। সেই পোস্টে তিনি বলেছিলেন বিকেল ৪টের সময় ছবি মুক্তির তারিখ জানা যাবে। কথা মতো কাজ হয়েছে। জানা গিয়েছেন ছবি মুক্তির তারিখ। কাজটি করেছেন করণ নিজেই। সেখানে সকল অভিনেতাকে ট্যাগও করেছেন তিনি।
খুলেছে হল। দর্শক ফিরেছেন হলে। তাই একে একে জানা যাচ্ছে ছবি মুক্তির তারিখও। প্রতিদিনই কোনও না কোনও ছবির রিলিজ় ডেট জানা যাচ্ছে।