Shahid Kapoor: শুটিং থেকে ফিরে টানা ২ ঘণ্টা ধরে স্নান, ‘কবীর সিং’ শাহিদের কেন এমন করতেন?
Kabir Singh: কেউ কেউ আবার ডাক্তার পেশাকে নিয়ে এমন ছবি সমর্থন করতে পারেননি। তবে যে চরিত্র যে গল্প এতটাই কটাক্ষের শিকার হয়েছিল, পর্দায় সেই চরিত্রই পলকে ঝড় তুলেছিল নেট দুনিয়ায়। হাজার হাজার মহিলা মহলে স্বপ্নের পুরুষ হয়ে উঠেছিলেন শাহিদ কাপুর।
বলিউডের তিনি কবির সিং, শাহিদ কাপুর অভিনীত এই ছবি পলকে এক অন্যমাত্রায় তাঁকে নিয়ে গিয়েছিলেন। নিজের অভিনয়ের ১০০ শতাংশ উজার করে পর্দায় এই চরিত্রই হয়ে উঠেছিলেন তিনি পলকে। যে চরিত্রের জন্য তাঁকে ট্রোল্ড হতে হয়। যে চরিত্রের জন্য তাঁকে সমালোচিত হতে হয়। ছবি ব্যন্ড করার চেষ্টাও করেন একশ্রেণি। কেউ কেউ আবার ডাক্তার পেশাকে নিয়ে এমন ছবি সমর্থন করতে পারেননি। তবে যে চরিত্র যে গল্প এতটাই কটাক্ষের শিকার হয়েছিল, পর্দায় সেই চরিত্রই পলকে ঝড় তুলেছিল নেট দুনিয়ায়। হাজার হাজার মহিলা মহলে স্বপ্নের পুরুষ হয়ে উঠেছিলেন শাহিদ কাপুর। যদিও ছবির চরিত্রে খুব একটা সহজভাবে দেখা যায়নি তাঁকে। শাহিদ কাপুরকে এই ছবির শুটিং-এর জন্য প্রতিদিন খেতে হল ২০টিরও বেশি সিগারেট।
এখানেই সমস্যা। তখন শাহিদ কাপুরের বাড়িতে সদ্যজাত সন্তান। তাঁর দ্বিতীয় সন্তান জন্ম নিয়েছিল তখন। আর ঠিক সেই কারণেই শাহিদ কাপুর স্মোকের গন্ধ গা থেকে সরিয়ে ফেলটে টানা দুই ঘণ্টা নিতেন স্নান করতে। তারপর তিনি তাঁর শিশুকে কোলে নিতেন। কোনওদিন শুটিং সেট থেকে বাড়ি ফিরে তিনি ঘরে প্রবেশ করতেন না। আগে বাইরেই সমস্ত কিছু রাখতেন, পরিষ্কার করতেন। তারপর নিজে ফ্রেশ হয়ে শাহিদ কাপুর তাঁর সদ্যজাতকে কোলে তুলে নিতেন।
কবীর সিং ছবির শুট তাঁর কাছে ঠিক কতটা চ্যালেঞ্জের ছিল তা একাধিকবার জানিয়েছিলেন শাহিদ কাপুর। বলিউডের চকলেট বয় রাতারাতি হয়ে উঠেছিলেন রাফ এণ্ড টাফ, অন্য স্বাদের এক চরিত্র, যেখানে শাহিদ কাপুর এমন এক প্রেমিকের চরিত্র অভিনয় করেছিলেন, যিনি দমিয়ে রাখতে পছন্দ করেন। জীবন নিয়ে ঝুঁকি নিতে পছন্দ করেন। জীবনে নেই তেমন কোনও পরিকল্পনা। এক একটি ভুলের জেরে পাল্টে যায় যখন রাতারাতি তাঁর জীবনের স্বাভাবিক ছন্দ, তা কোথাও গিয়ে যেন পলকে দর্শকমনে জায়গা করে নিয়েছিলেন। শাহিদের সেই মেজাজি চেহারা সমালোচনা কুড়োলেও প্রশংসাও কম হয়নি।