Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাংলাদেশের গায়িকা সপাটে চড় খেলেন! কী এমন ঘটেছিল?

সঙ্গীতকে যে কোনও ধর্ম বা সীমান্তে বাঁধা যায় না, তাঁর যেন জলজ্যান্ত প্রমাণ বাংলাদেশের জনপ্রিয় গায়িকা রুনা লায়লা। তিনি পাকিস্তানের মেয়ে, বাংলাদেশের বাসিন্দা এবং ভারতের সুপাররুনা। তাঁর গান দেশ,কাল পেরিয়ে এভারগ্রিন।

বাংলাদেশের গায়িকা সপাটে চড় খেলেন! কী এমন ঘটেছিল?
Follow Us:
| Updated on: Mar 10, 2025 | 7:19 PM

সঙ্গীতকে যে কোনও ধর্ম বা সীমান্তে বাঁধা যায় না, তাঁর যেন জলজ্যান্ত প্রমাণ বাংলাদেশের জনপ্রিয় গায়িকা রুনা লায়লা। তিনি পাকিস্তানের মেয়ে, বাংলাদেশের বাসিন্দা এবং ভারতের সুপাররুনা। তাঁর গান দেশ,কাল পেরিয়ে এভারগ্রিন। তা দমাদম মস্ত কলন্দর হোক বা মেরা বাবু ছয়ল ছবিলা। দে দে পেয়ার দে হোক কিংবা সাধের লাউ। রুনা লায়লা একটা যুগ, একটা সময়।

লতা মঙ্গেশকরের দারুণ ফ্যান ছিলেন রুনা। প্রথমবার যখন রুনার সঙ্গে লতার আলাপ হয়, রুনা তখন স্বপ্ন ভেবে নিজের গায়েই চিমটি কেটেছিলেন। পরে সেই লতার সঙ্গেই সিনেমার গানে টক্কর দিয়েছেন রুনা। কিন্তু জানেন কি? যে রুনার ঝুলিতে এত সুপারহিট গান, এত পুরস্কার, এত রেকর্ড। সেই রুনাকেই সবার সামনে ঠাসিয়ে চড় মেরেছিলেন পাকিস্তানের বিখ্যাত গায়িকা নূরজাহান। যা নিয়ে সেই সময় তোলপাড় হয়ে গিয়েছিল দুই দেশের বিনোদন ম্য়াগাজিন। সেই সময় নূরজাহান ছিলেন পাকিস্তানের কিংবদন্তি গায়িকা। তাঁর কাছ রুনা ছিলেন একেবারেই নবাগতা।

তা নূরজাহান এমন কেন করেছিলেন?

নানা বিনোদন ম্যাগাজিনে প্রকাশিত খবর অনুযায়ী, একসঙ্গে একটি গান রেকর্ড করার কথা ছিল রুনা লায়লা ও নূরজাহানের। সেই রেকর্ডিংয়ের সময় স্টুডিওর মধ্যেই নূরজাহানের লাইন গেয়ে ফেলায়, বচসা শুরু হয় দুই গায়িকার। রাগ সামলাতে না পেরে নাকি নূরজাহান ঠাসিয়ে চড় মারেন রুনাকে। এই ঘটনার কথা, নূরজাহানের এক ঘনিষ্ঠ এক পাক চ্য়ানেলকে সাক্ষাৎকার দিতে গিয়েও বলেছেন। তবে এই নিয়ে রুনা বা নূরজাহান কেউই, কখনও মুখ খোলেননি। আবার শোনা যায়, রুনার জনপ্রিয়তাকে ঈর্ষা করেই নাকি এমনটা করেছিলেন নূরজাহান।