‘কুকর্ম নিয়ে গান…’, পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাইয়ের গ্রেফতারিতে কুণালের নিশানায় অরিজিত্‍!

গান শেখানোর ছলনায় নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে সঙ্গীতশিল্পী সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে। সঙ্গীত জগতে অত্যন্ত পরিচিত নাম তিনি। তবে তাঁর আরও একটি পরিচয় আছে। সম্পর্কে তিনি পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই। এই ঘটনায় অরিজিত্‍ সিং, শ্রেয়া ঘোষালদের সরাসরি খোঁচা কুণাল ঘোষের।

'কুকর্ম নিয়ে গান...', পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাইয়ের গ্রেফতারিতে কুণালের নিশানায় অরিজিত্‍!
Follow Us:
| Edited By: | Updated on: Nov 14, 2024 | 4:17 PM

গান শেখানোর ছলনায় নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে সঙ্গীতশিল্পী সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে। সঙ্গীত জগতে অত্যন্ত পরিচিত নাম তিনি। তবে তাঁর আরও একটি পরিচয় আছে। সম্পর্কে তিনি পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই। মুম্বইয়ে গত কয়েক দিন গা ঢাকা দিয়ে ছিলেন অভিযুক্ত। মুম্বই থেকেই গত রবিবার তাঁকে গ্রেফতার করেছে চারু মার্কেট থানার পুলিশ। তার পর তাঁকে ট্রান্সজিট রিমান্ডে কলকাতায় আনা হয়। বুধবার রাতে এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। এই খবর প্রকাশ্যে আসার পর ফেসবুকে বোমা ফাটালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

ফেসবুকে তিনি লেখেন, “পন্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তী মুম্বইয়ের আরেক গায়ক এর ফ্ল্যাট থেকে গ্রেফতার। নাবালিকাকে গান শেখানোর নাম করে শারীরিক নির্যাতন এর অভিযোগ। ঘটনাটি চারু মার্কেট থানা এলাকার। পালিয়ে মুম্বইয়ে ছিলেন তিনি। ১৮ তারিখ অবধি পুলিশ হেফাজত । মুম্বই থেকে অরিজিৎ(সিং), অভিজিৎ (ভট্টাচার্য), শ্রেয়া (ঘোষাল) সকলেই আশা করি বাংলার মুখ উজ্জ্বল করা এই ঘটনাটি নিয়ে বিবৃতি দেবেন এবং একটি করে গান শোনাবেন। অরিজিৎ… আর কবে…। মুম্বই কিংবা হিন্দি বলয়ের কুকর্ম নিয়ে গান হবে। আপনারা কি সিলেক্টিভ বিপ্লবী? বাংলায় কিছু ঘটলে জাগেন, আপনাদের কর্মক্ষেত্রের সর্বভারতীয় জগতে হলে ঘুমান। জাগবেন???? আর কবে????”

এর আগে আরজি কর কাণ্ড প্রসঙ্গেও সরাসরি অরিজিত্‍, শ্রেয়াদের নিয়ে মন্তব্য করেছিলেন কুণাল। শ্রেয়ার প্রশংসা করলেও অরিজিতের চুপ থাকা নিয়ে তাঁকে সরাসরি আক্রমণ করেছিলেন তিনি। সে সময় তিনি লিখেছিলেন, “অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটিও ভাল। তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি যথাযথ। সমর্থন করি। কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না। বা সাক্ষী মালিকদের নিয়ে। কারণ, ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দিজগৎ, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ?” কুণালের মন্তব্যের পরেই অবশ্য নিজের এক্স হ্যান্ডেল থেকে নিজের মতামত দেন গায়ক।

উল্লেখ্য, তিন মাস আগে সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল। ১৬ বছরের ছাত্রীর সঙ্গে কুকর্ম করার চেষ্টা করেছিলেন তিনি। তার পর ২৯ অগস্ট বেলঘরিয়া থানায় সঞ্জয়ের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনে ‘জিরো এফআইআর’ করেন সেই ছাত্রী বাবা-মা। তার পর বেলঘরিয়া থানা, সংশ্লিষ্ট ঘটনা যে থানার আওতাধীন সেই চারু মার্কেট থানায় পাঠিয়ে দেয়। পুলিশ সূত্রে খবর, রবিবার মুম্বইয়ের আরাকুলি রোড থেকে সঞ্জয়কে গ্রেফতার করা হয়।