পাওলি দাম অভিনীত ‘রাত বাকি হ্যায়’ খুব শীঘ্রই স্ট্রিমিং হবে জি-ফাইভে
‘রাত বাকি হ্যায়’ মূলত থ্রিলার। প্রায় বারো বছর পর একটা রাতে দু’জন প্রাক্তন প্রেমিক-প্রেমিকার দেখা হচ্ছে। কী করে রাতটা কাটবে তাঁদের?
পাওলি দাম এখন শুধু আর বাংলাতেই আটকে নেই। চুটিয়ে কাজ করছেন হিন্দিতে। বিশেষ করে ওটিটিতে পাওলি অনেক কাজ করছেন। জি-ফাইভের ‘কালি’ দিয়ে তাঁর ওয়েব দুনিয়ায় পা রাখা। এরপর অনেক সিরিজেই তিনি কাজ করেছেন। সদ্যই তাঁর নতুন হিন্দি ওয়েব সিরিজ ‘রাত বাকি হ্যায়’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। ওয়েব সিরিজটি স্ট্রিমিং হবে জি-ফাইভে।
‘রাত বাকি হ্যায়’ মূলত থ্রিলার। প্রায় বারো বছর পর একটা রাতে দু’জন প্রাক্তন প্রেমিক-প্রেমিকার দেখা হচ্ছে। কী করে রাতটা কাটবে তাঁদের? এই সিরিজে প্রেম, প্রতিশোধ সব কিছুই আছে। পাওলি ছাড়াও এই সিরিজে অভিনয় করছেন অনুপ সোনি এবং রাহুল দেব। সিরিজটি পরিচালনা করেছেন অবিনাশ দাস।
Every love story has some #DarkSecrets#RaatBaakiHai. Premieres on 20th November. pic.twitter.com/iLjh7j7Avr
— ZEE5Premium (@ZEE5Premium) October 13, 2020
পাওলিকে শেষ দেখা গিয়েছিল নেটফ্লিক্স অরিজিনাল ‘বুলবুল’-এ। এই ছবিটি প্রযোজনা করেছিলেন অনুষ্কা শর্মা। এই ছবিতে পাওলি ছাড়াও পরমব্রত চট্টোপাধ্যায়, রাহুল বোস, তৃপ্তি দিমরি ছিলেন। ‘রাত বাকি হ্যায়’ নিয়ে যথেষ্ট উত্তেজিত পাওলি। তিনি বলেন, “জি-ফাইভের সঙ্গে আমার অ্য়াসোসিয়েশনটা সব সময়ই খুব স্পেশ্যাল। এদের হাত ধরেই আমার ডিজিট্যাল ডেবিউ হয়েছিল। এদের সঙ্গেই আমার প্রথম ওয়েব সিরিজ ‘কালি’ করেছিলাম।খুব মজা করে আমরা ‘রাত বাকি হ্যায়’-এর শুটিং করেছি। গোটা শুটিংটাই রাজস্থানে হয়েছে। একটা রাতের গল্প। কিন্তু সেই সোনালি রাতের মধ্যেই রয়েছে এই সিরিজের টুইস্ট।”
আরও পড়ুন:প্রতারণার অভিযোগ, সলমনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন প্রেমিকা সোমি আলির
পাওলির পাইপ লাইনে পর পর কয়েকটা হিন্দি সিরিজ এবং ছবি আছে। সদ্যই তিনি দিল্লি গিয়েছিলেন একটি ওয়েব সিরিজের কাজে। পরিচালক অর্জুন দত্তের ‘থ্রি কোর্স মিল’-এও তাঁকে দেখা যাবে। সব কিছু ঠিকঠাক থাকলে ১৬ এপ্রিল থেকে ‘রাত বাকি হ্য়ায়’ স্ট্রিমিং করবে জি-ফাইভে।