Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পরমব্রত-অনুপমের নতুন সমীকরণ! টলিপাড়ার অন্দরে কী ঘটল?

Tollywood Inside: আগামী মাসে পয়লা বৈশাখে মুক্তি পাবে ছবিটা। দর্শকের কি 'হেমলক সোসাইটি'-র মতো ভালো লাগবে এই ছবি? সেই দিকে নজর রয়েছে সিনেমাপ্রেমীদের।

পরমব্রত-অনুপমের নতুন সমীকরণ! টলিপাড়ার অন্দরে কী ঘটল?
Follow Us:
| Edited By: | Updated on: Mar 25, 2025 | 5:23 PM

পরমব্রত চট্টোপাধ্যায় আর অনুপম রায়ের নতুন সমীকরণ নিয়ে টলিপাড়ায় চর্চা। মঙ্গলবার সকালে মুক্তি পেল ‘কিলবিল সোসাইটি’ ছবির গান। সেখানে লালরঙা গাড়িতে যেতে-যেতে গান গাইছেন পরমব্রত চট্টোপাধ্যায়। আর তাঁর পাশে বসে আছেন কৌশানী মুখোপাধ্যায়। পরমব্রত এবার মৃত্যুঞ্জয় করের চরিত্রে। অন্যদিকে কৌশানীর চরিত্রের নাম পূর্ণা আইচ। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় নতুন ছবিতে দেখা যাবে পরমব্রত-কৌশানী জুটিকে। ‘ভালোবেসে বাসো না’ গানটি গেয়েছেন অনুপম রায়। এই গান সামনে আসতেই নেটিজেনরা উচ্ছ্বসিত। একজন লিখেছেন, ”হেমলক সোসাইটি’ ছবির কথা মনে পড়ে যাচ্ছে। সেখানে পরমব্রতর লিপে অনুপমের গান আজও ভুলিনি।’ আর একজন লিখেছেন, ‘অনুপমের গানে পরমব্রত একদম রোম্যান্স জমিয়ে দিয়েছেন।’ এই গানে শুধু পরমব্রত নয়, অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গেও গাড়িতে দেখা যাচ্ছে কৌশানীর চরিত্রকে। এই তিন চরিত্রের সমীকরণ কেমন, তা অবশ্য এখনই সামনে আনতে নারাজ পরিচালক।

লক্ষণীয় ‘হেমলক সোসাইটি’ থেকে ‘কিলবিল সোসাইটি’, সময়ের ব্যবধান কম নয়। ২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘হেমলক সোসাইটি’। সেই ছবিতে নায়িকা ছিলেন কোয়েল মল্লিক। এবার মৃত্যুঞ্জয় কর রূপে পরমব্রতর পাশে দেখা যাবে কৌশানীকে। সৃজিত যেমন পরমব্রতকে এই ছবিতে ফিরিয়ে আনলেন, তেমনই পরমব্রত গলায় অনুপমের গান ফেরালেন। গানে যে লং ড্রাইভের দৃশ্যটি দেখা যাচ্ছে, তার সঙ্গে ‘হেমলক সোসাইটি’-র মিল রয়েছে। আগামী মাসে পয়লা বৈশাখে মুক্তি পাবে ছবিটা। দর্শকের কি ‘হেমলক সোসাইটি’-র মতো ভালো লাগবে এই ছবি? সেই দিকে নজর রয়েছে সিনেমাপ্রেমীদের।