AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কাকে ‘থমসন’ নামে ডাকলেন পরম? তুললেন সেলফিও!

পরম লিখছেন, ‘গত চার মাস ধরে থমসন এবং থম্পসন একসঙ্গে যাত্রা করল। এটা রীতিমত এক ম্যারাথনের মধ্যে দিয়ে শুটিং শেষ হল। দারুণ মজা হল। পরে আবার দেখা হওয়ার অপেক্ষায় রইলাম।’

কাকে ‘থমসন’ নামে ডাকলেন পরম? তুললেন সেলফিও!
পরমব্রত।
| Updated on: Feb 09, 2021 | 8:36 PM
Share

পরমব্রত চট্টোপাধ্যায় কলকাতায় নেই। এ খবর পুরনো। মুম্বইতে শুটিং করছেন। সারারাত শুট করে মর্নিং ফ্লাইট ধরে মাত্র এক দিনের জন্য শহরে এসেছিলেন। তা-ও হয়ে গেল এক সপ্তাহ। তা-ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’-এর ডাবিং সেশনের কাজ এগতে। যিশুর সঙ্গে ছবিও পোস্ট করেন পরম।

কাজ শেষ করে ফিরে গিয়েছেন আবার মুম্বইনগরীতে। আজ কিছু ঘন্টা আগে পরম পোস্ট করেন এক ছবি। ছবিতে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রবিনা ট্যান্ডন। রবিনার সঙ্গেই কি পরের কাজ করছেন পরম। অন্তত ক্যাপশান পড়ে তা-ই জানা যাচ্ছে।

পরম লিখছেন, ‘গত চার মাস ধরে থমসন এবং থম্পসন একসঙ্গে যাত্রা করল। এটা রীতিমত এক ম্যারাথনের মধ্যে দিয়ে শুটিং শেষ হল। দারুণ মজা হল। পরে আবার দেখা হওয়ার অপেক্ষায় রইলাম।’

কমেন্টে বক্সে রিপ্লাইও দিয়েছেন রবিনা, তিনি লিখেছেন, ‘হাহাহাহা থম্পসন। দারুণ ছিল। ভালভাবে বাড়ি ফিরো। শুটিংয়ের শেষের দিনগুলো দারুণ ছিল। ভালবাসা নিও।’

‘থমসন এবং থম্পসন’ নামে ডাকছেন একে অপরকে। এ নামে কি কিছু লুকনো আছে? নাকি এটাই কোড নাম। কিংবা আসন্ন ছবির নাম? তা অবশ্য স্পষ্ট নয়। তবে এটা স্পষ্ট রবিনা এবং পরম একসঙ্গে অনস্ক্রিনে আসছেন। এবং আবার দর্শকের উন্মাদনার পারদ বাড়তে বাধ্য!