Lata Mangeshkar Death: ‘ভারতীয় সংস্কৃতির একজন পুরোধা’, ভারতরত্নের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর

জানা গিয়েছে, ভারতের কোকিলকন্ঠীর স্মৃতিতে দুদিনের জাতীয় শোকপালন করার ঘোষণা করেছে সরকার। সরকারির সূত্রে জানা গিয়েছে, ভারতরত্নকে সম্মান জানাতে দু দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

Lata Mangeshkar Death: 'ভারতীয় সংস্কৃতির একজন পুরোধা', ভারতরত্নের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর
মুম্বইয়ের পথে রওনা প্রধানমন্ত্রীর
Follow Us:
| Edited By: | Updated on: Feb 06, 2022 | 11:15 AM

প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে চিকিত্‍সাধীন ছিলেন। কোভিড পজিটিভ ধরার পর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আইসিইইই ছিল তাঁর ঠিকানা। সম্প্রতি শারীরিক অবস্থার উন্নতি হলেও শনিবার থেকে আচমকা অবনতি হতে থাকে দিতে হয়ে ভেন্টিলেশনে। তবে শেষরক্ষা করা সম্ভব আর হল না। রবিবার সকাল ৮.১২ মিনিটে ৯২ বছর বয়সে প্রয়াত হন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা দেশেই। দেশের বিংবদন্তী সঙ্গীতশিল্পীর প্রয়ানে ট্যুইটারে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জানা গিয়েছে, ভারতের কোকিলকন্ঠীর স্মৃতিতে দুদিনের জাতীয় শোকপালন করার ঘোষণা করেছে সরকার। সরকারির সূত্রে জানা গিয়েছে, ভারতরত্নকে সম্মান জানাতে দু দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এএনআই সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, রবিবারই ভারতরত্ন লতা মঙ্গেশকরকে রাষ্ট্রীয় সম্মানে শেষকৃত্য প্রদান করা হবে। আপতত তাঁর পার্থিব দেহ শিবাজি পার্কে নিয়ে যাওয়ার আয়োজন করছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানেই শেষশ্রদ্ধা জানানো হবে লতা মঙ্গেশকরকে।

এদিন দেশের প্রধানমন্ত্রী ট্যুইটারে আবেগে ভেসে গিয়ে জানিয়েছেন, ”আমি লতাদিদির কাছ থেকে সবসময় অগাধ স্নেহ পেয়েছি। এটাকে আমি আমার সম্মান বলেই মনে করি। তার সঙ্গে আমার কথোপকথন অবিস্মরণীয় থাকবে। লতাদিদির প্রয়াণে আমি ও গোটা ভারত শোকাহত। তাঁর পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছি। ওম শান্তি।”

তিনি ট্যুইটারে প্রয়াত ভারতরত্নকে শোকজ্ঞাপন করতে গিয়ে জানিয়েছেন,”আমার কথা বলার কোনও ভাষা নেই। দয়ালু ও যত্নশীল লতাদিদি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তাঁর চলে যাওয়াতে এক বিরাট শূন্যতা তৈরি হয়েছে, যা পূরণ করা সম্ভব নয়। ভবিষ্যত প্রজন্ম তাঁকে ভারতীয় সংস্কৃতির একজন পুরোধা হিসেবে মনে রাখবে। যাঁর সুরেলা কণ্ঠ মানুষকে মন্ত্রমুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল।”

অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন রাহুল গান্ধীও। তিনি লিখেছেন, লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর পেলাম। বহু দশক ধরে তিনি ভারতের সবচেয়ে প্রিয় সঙ্গীতশিল্পী ছিলেন। তাঁর সোনালী কন্ঠ অমর। তাঁর ভক্তদের হৃদয়ে সেই কন্ঠ সবসময় প্রতিধ্বনি হতে থাকবে। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও ভর্তদের প্রতি আমার সমবেদনা।

আরও পড়ুন: Lata Mangeshkar: চলে গেলেন সুর সম্রাজ্ঞী, শোকস্তব্ধ গোটা দেশ