AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এবার সংসদে ‘ছাবা’ ঝড়, ভিকির ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে থাকবেন মোদি!

এর আগে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিক্রান্ত মাসের 'সবরমতী এক্সপ্রেস' ছবিটি দেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি দেখে বেরিয়ে তাঁর এক্স প্রোফাইলে ছবির প্রশংসাও করেছিলেন।

এবার সংসদে 'ছাবা' ঝড়, ভিকির ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে থাকবেন মোদি!
| Updated on: Mar 25, 2025 | 1:16 PM
Share

এর আগে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিক্রান্ত মাসের ‘সবরমতী এক্সপ্রেস’ ছবিটি দেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি দেখে বেরিয়ে তাঁর এক্স প্রোফাইলে ছবির প্রশংসাও করেছিলেন। আর এবার ভিকি কৌশলের বক্স কাঁপানো ছবি ‘ছাবা’ দেখবেন প্রধানমন্ত্রী। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৭ মার্চ সংসদে ‘ছাবা’র স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির থাকবেন নরেন্দ্র মোদি।

বরাবরই নরেন্দ্র মোদি দেশের সংস্কৃতি, শিল্পকলাকে প্রাধান্য দেন। তাঁর বক্তৃতায় সব সময়ই ফুটে ওঠে দেশের শিল্পের কথা। গোটা বিশ্বে ভারতকে উজ্জ্বল করতে, আমাদের দেশের শিল্প-সংস্কৃতির যে সক্রিয় প্রভাব রয়েছে, সে কথা বরাবরই তাঁর বক্তব্যে ফুটে ওঠে। আর সেই কারণেই ছাবা ছবিতে যেভাবে মারাঠা রাজত্বের ইতিহাসকে ফুটিয়ে তোলা হয়েছে, সেই ইতিহাসকে সাক্ষী করতেই এই ছবি দেখার আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বভাবতই এই খবরে খুশি ভিকি কৌশল ও ছবির গোটা টিম।

পরিচালক লক্ষণ উৎরেকরের এই ছবিতে ভিকি কৌশল ছাড়াও রয়েছেন, অক্ষয় খান্না, রশ্মিকা মান্দানা, আশুতোষ রানার মতো অভিনেতারা। ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় এই ছবি। একসপ্তাহের মধ্যে বক্স অফিসে রেকর্ড ব্যবসা করে। বক্স অফিস কাঁপিয়ে এবার সংসদে ঝড় তুলতে প্রস্তুত ‘ছাবা’।