The Elephant Whispers: মোদীকে শুঁড় দিয়ে আদর, দ্য এলিফ্যান্ট হুইসপার্সের সুপারস্টার রঘুর
PM Narendra Modi: মোদী-রঘু মিটের ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মোদীকে শুঁড় দিয়ে আদর করে কাছে টেনে নিচ্ছে রঘু।
বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছে ‘দ্য় এলিফ্যান্ট হুইসপার্স (The Elephant Whispers)।’ ‘নাট্টু নাট্টু’ ও ‘দ্য় এলিফেন্ট হুইসপার্স’, অস্কারের (Oscars) মঞ্চে ভারতের এই জোড়া সাফল্য়ে উচ্ছসিত গোটা দেশ। পুরস্কার জেতার পরই, ‘দ্য় এলিফ্যান্ট হুইসপার্স’-এর প্রযোজক গুণিত মঙ্গা এবং পরিচালক কার্তিকী গনসালভেসকে টুইটবার্তা দিয়ে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এবার স্বল্পদৈর্ঘের ছবিটির সুপারস্টার রঘুর সঙ্গে দেখা করতে তামিলনাড়ুর মুদুমালাই টাইগার রিজার্ভে পৌঁছলেন প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে রঘুর বাবা-মা বোম্নান ও বেলির সঙ্গে দেখা করেন তিনি। শুঁড় দিয়ে মোদীকে আদর করে রঘু। ইতিমধ্যেই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল সেই ছবি।
What a delight to meet the wonderful Bomman and Belli, along with Bommi and Raghu. pic.twitter.com/Jt75AslRfF
— Narendra Modi (@narendramodi) April 9, 2023
তামিলনাড়ুর ধরমপুরিতে অনাথ হস্তিশাবকের যত্নআত্তির দায়িত্বে ছিলেন বোম্মান ও স্ত্রী বেলি, তাঁদের ঘিরেই তৈরি হয়েছে অস্কার জয়ী ডকুমেন্টারি শর্ট ফিল্ম ‘দ্য এলিফ্যান্ট হুইসপার্স।’ হস্তিশাবক রঘুর মা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার পর কীভাবে এই দম্পতি সন্তান স্নেহে তাকে বড় করে তুলেছেন, তাই-ই দেখানো হয়েছে এই ছবির মাধ্যমে। ৯ এপ্রিল, বোম্নান ও বেলির সঙ্গে দেখা করার পর টুইটারে মোদী লেখেন, ‘‘অসাধারণ পরিতৃপ্তি পেলাম বোম্মান এবং বেলির সঙ্গে দেখা করে, বোম্মি এবং রঘুর সঙ্গেও সাক্ষাৎ হল।’’ অন্যদিকে, প্রধানমন্ত্রীর এই আচরণে উচ্ছ্বসিত ছবির পরিচালক কার্তিকী গনসালভেস। ইনস্টাগ্রামে সে দিনের কয়েকটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “ভারতের ইতিহাসে এই প্রথম প্রধানমন্ত্রী তামিলনাড়ুর থেপ্পাকাড়ু এলিফ্য়ান্ট ক্যাম্পে এলেন। এসে বোম্মন, বেলি, রঘু ও বম্নির সঙ্গে দেখা করার পাশাপাশি এখানকার অন্য়ান্য মাহুতদের সঙ্গেও কথা বলেন মোদী।” এই মুদুমালাইয়ের এই ক্য়াম্পটি নীলগিড়ি বায়োস্ফিয়ার রিসার্ভে অবস্থিত। ১৯২৭ সালে গড়ে ওঠে এই ক্যাম্পটি।
View this post on Instagram
মোদী-রঘু মিটের ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মোদীকে শুঁড় দিয়ে আদর করে কাছে টেনে নিচ্ছে রঘু। এই ছবিতে নেটিজ়েনরাও একের পর এক সুন্দর মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রীর জঙ্গল সাফারির জন্য ৭-৯ এপ্রিল ওই ক্যাম্পে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়। নিরাপত্তার আচ্ছাদনে ঢেকে দেওয়া হয় গোটা এলাকা। বন্দিপুর ক্য়াম্পাস থেকে যাত্রা শুরু করে, ১২ কিলোমিটার জঙ্গলের পথ ভ্রমণ করেন মোদী। ঘুরে দেখেন বালাগুড়া পাহারি এলাকাও। এর আগে রঘু, বোম্নন ও বেলির সঙ্গে দেখা করতে যান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্য়ানিল। দেখা করার পাশাপাশি তাঁদের এক লক্ষ টাকা করে পুরস্কারও দেন তিনি।